Kamarpukur Joyrambati : মহাষ্টমীতে সরকারি এক্সিকিউটিভ বাসে দেখুন কামারপুকুর-জয়রামবাটির পুজো, রইল খরচ ও বুকিংয়ের খুঁটিনাটি – kamarpukur joyrambati puja visit on maha ashtami by wbtc puja parikrama 2023


সামনেই দুর্গাপুজো। আর পুজো মানেই ঠাকুর দেখা অর্থাৎ, পুজো পরিক্রমা। শহর কলকাতা, হোক বা জেলা, ঠাকুর দেখার ক্ষেত্রে উৎসাহ উদ্দিপনা সর্বত্রই একইরকম। রাত জেগে ঠাকুর দেখা, সঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া, সিনেমা দেখা, সব মিলিয়ে জমে ক্ষীর হয়ে ওঠে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে ঠাকুর দেখার ক্ষেত্রে বিভিন্ন মানুষের পছন্দ বিভিন্ন ধরণের। কেউ চান কলকাতার ঠাকুর দেখেই পুজো পরিক্রমা সারতে, কেউ আবার পুজোর দিনে শহরের কোলাহল থেকে একটু দূরে নিরিবিলিতে সময় কাটাতে চান। কেই আবার এই পুজোয় উপস্থিত থাকেন বিশেষ কোনও মঠ বা মন্দিরে। সেক্ষেত্রে যাঁরা কোনও মন্দির বা মঠের দুর্গাপুজোয় কিছুটা সময় কাটাতে চান, তাঁদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল রাজ্য পরিবহণ দফতর।

কামারপুকুর-জয়রামবাটির পুজো দেখার সুযোগ
শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রী শ্রী মা সারদাদেবীর জন্মস্থান কামারপুকুর এবং জয়রামবাটির দুর্গাপুজো দেখার সুযোগ দিচ্ছে ডব্লুবিটিসি। মহাষ্টমী অর্থাৎ আগামী ২২ অক্টোবর ২০২৩-এ বাসে করে ঘুরিয়ে দেখান হবে এই দুই পুজো। ওই দিন সকাল ৪টে ১৫ মিনিটে একটি এক্সিকিউটিভ বাস চাড়বে বারাসত থেকে, অপর একটি এক্সিকিউটিভ বাস ছাড়বে ভোর ৫টায় এসপ্ল্যানেড থেকে। পথে এসপ্ল্যানেড ট্রাম অফিস, বাগবাজার বাটা ও ডানলপ মোড় থেকে ওঠা যাবে বাসে। প্রথমে দেখান হবে জয়রামবাটির পুজো। ফেরার পথে দর্শন করান হবে কামারপুকুর।

WBTC Puja Parikrama 2023 : ভিড় এড়িয়ে জলপথেই দেখা যাবে উত্তর ও দক্ষিণ কলকাতার ঠাকুর? পরিবহণমন্ত্রী দিলেন সুখবর
কত ভাড়া-কী কী মিলবে?
নন এসি বাসটিতে ৫ বছর ও তার বেশি বয়সিদের জন্য বারাসত থেকে ভাড়া পড়বে জনপ্রতি ৭০০ টাকা এবং এসপ্ল্যানেড থেকে পড়বে ৬০০ টাকা। বাসে যাতায়াতের পথে হালকা স্ন্যাক্স চা এবং কফি পরিবেশন করা হবে। চাইলে এই প্যাকেজের জন্য বুকিং করতে পারবেন অনলাইনেই। সেক্ষেত্রে www.wbtconline.in ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। এছাড়াও বিভিন্ন বাস ডিপো, বাস টার্মিনাস ও পরিবহণ থেকেও বুকিং করতে পারেন নিজের আসন। প্রতিটি বাসেই থাকবে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম।

WBTC Puja Parikrama 2023

কামরপুকুর-জয়রামবাটি ঘুরিয়ে দেখাচ্ছে WBTC

প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারেও পুজো পরিক্রমার আয়োজন করেছে রাজ্য পরিবহণ দফতর। বাসে, ট্রামে ও জলপথে দেখান হবে ঠাকুর। কলকাতার বড় পুজোগুলির পাশাপাশি গ্রাম বাংলার বনেদি বাড়ির পুজো দেখানোরও ব্যবস্থা করেছে ডব্লুবিটিসি। এর ফলে যাঁরা কলকাতার ঠাকুর দেখতে চান, তাঁরাও যেমন সুযোগ পাবেন, আবার যাঁরা একটু শান্ত পরিবেশে পুজো কাটাতে চান, তাঁদের মনোবাসনাও পূরণ হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্যে জন্য ক্লিক করুন এই লিংকে : https://wbtconline.in/home



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *