Leaps And Bounds Case : ‘কিছু প্রশ্ন আছে…’, লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে ED-CBI কর্তাদের হাজিরার নির্দেশ বিচারপতির সিনহার – justice amrita sinha of calcutta high court ordered ed and cbi officers to be present at court on leaps and bounds case


সম্প্রতি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের কর্তাদের সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো মুখবন্ধ খামে সংস্থার শীর্ষকর্তা ও এক অভিনেতার সম্পত্তির খতিয়ান আদালতে জমা দেয় ED। সোমবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে ED ও CBI-এর তদন্তকারী আধিকারিকদের এজলাসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

Leaps And Bounds Case : ‘টলিউডের একজন জড়িত, এটা বিশ্বাসযোগ্য নয়…’, লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে মন্তব্য বিচারপতি সিনহার
এদিন শুনানি চলাকালীন বিচারপতি সিনহা আদালতে বলেন, ‘শেষদিন শুনানির সময় সম্পত্তির যে হিসেব পেশ করা হয়েছিল সে সম্পর্কে আমার কিছু প্রশ্ন রয়েছে। তাই আধিকারিকদের তলব করা হল। সিটের প্রধান অশ্বিন শেনভি থাকলে ভালো হয়। নইলে অন্য কোনও উচ্চপদস্থ আধিকারিককে থাকতে হবে।’ বিচারপতির এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও আইনজীবী মহলের একাংশ। সোমবার বিকেল ৪টে ১৫-তে এই মামলার পরবর্তী শুনানি।

Abhishek Banerjee Recruitment Scam : অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের! নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তিতে তৃণমূলের ‘নম্বর টু’
আদালতের পূর্ববর্তী নির্দেশের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিচারপতির সিনহার এজলাসে লিপস অ্যান্ড বাউন্ডসের শীর্ষ কর্তাদের সম্পত্তির খতিয়ান পেশ করে ইডি। একই সঙ্গে এক টলিউড অভিনেতার সম্পত্তির খতিয়ান পেশ করা হয়। ED-র তরফে পেশ করা সম্পত্তির খতিয়ান দেখে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি। তিনি বলেন, ‘গোটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মাত্র একজন এই ঘটনার সঙ্গে জড়িত, এটা কোনওভাবেই বিশ্বাসযোগ্য নয়। এতদিন মাত্র একজনকে খুঁজে পাওয়া গেল?’

নিয়োগ দু্র্নীতিকাণ্ডের তদন্তে নেমে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ED। সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাট ও অভিষেকের সংস্থাল লিপস অ্যাান্ড বাউন্ডসের কালীঘাটের অফিসে অভিযান চালায় ED। সেখান থেকে বেশ কিছু তথ্য উদ্ধার করা হয়। সেই তথ্যের ভিত্তিতে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরদের সম্পত্তির তথ্য তলব করা হয়।

Abhishek Banerjee: প্রথম তলবেই ED-কে সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির খতিয়ান দিয়েছি: অভিষেক
উল্লেখ্য সুজয়কে পাওয়া তথ্যের ভিত্তিতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১৩ সেপ্টেম্বর সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তলব করা হয়। সেখানে তাঁকে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা। জিজ্ঞসাবাদ শেষে বেরিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রের মোদী সরকার ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। একই সঙ্গে হেনস্থার অভিযোগে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী দিনে এই মামলা কোন দিকে যায়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *