মৌমিতা চক্রবর্তী: এ রাজ্যে ১০ হাজার বুথে এখনও কমিটি নেই! রিপোর্ট দেখে বিস্মিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভা কেন্দ্রপিছু এবার বিস্তারক পাঠানোর নির্দেশ দেওয়া হল দলের রাজ্য নেতৃত্বকে।
আরও পড়ুন: TMC: ‘বঞ্চিত’দের লেখা ৫০ লক্ষ চিঠি প্রধানমন্ত্রীকে পাঠাচ্ছে তৃণমূল!
বছর ঘুরলেই লোকসভা ভোট। স্রেফ রাজ্যের জন্য় ৮ মাসের রোডম্যাপ জমা দেওয়া নয়, দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে ‘চূড়ান্ত’ বৈঠকও সেরে ফেলেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা দাবি, ‘বৈঠকে যা হয়েছে, পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে। পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই আমরা সবাই মিলে চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবে’।
এদিকে দেশজুড়ে পরাজিত এবং দুর্বল বুথগুলিতে ‘সশক্তিকরণ’ অভিযান শুরু করেছে বিজেপি। বাংলায় কী পরিস্থিতি? দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা পড়েছে। সূত্রের খবর, সেই রিপোর্টে সাংগঠনিক দুর্বলতার কথা মেনে নিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। তাঁরা জানিয়েছেন, বেশ কয়েকটি জায়গায় সংগঠন তেমন শক্তিশালী ছিল না। সংগঠনকে মজবুত করার কাজ চলছে।
আরও পড়ুন: Samarendra Kumar Mitra: সমরেন্দ্র মিত্রকে চেনেন? এঁকে ছাড়া আধুনিক ভারত এক পা-ও চলতে পারে না, অথচ…
কীভাবে কাজ করবেন এই বিস্তারকরা? গেরুয়াশিবিরের অন্দরের খবর, প্রতিটি বিধানসভা এলাকায় স্থানীয় বিধায়ক ও সাংসদরা উৎসাহিত করবেন তাঁরা। শুধু তাই নয়, বুথ সশক্তিকরণ’ অভিযানে অংশগ্রহণ করাতে হবে দলের ৬০ শতাংশ নেতা-কর্মীদেরও। সঙ্গে ২ অক্টোবর পর্যন্ত ‘১ মণ্ডলে ১ প্রবাস’! অর্থাৎ প্রতিটি মণ্ডল একদিন করে প্রবাস কর্মসূচি পালন করতে হবে বিস্তারকদের। শেষে রিপোর্ট পাঠাতে হবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)