Bardhaman News : ফের দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যু! স্কুল যেতে গিয়ে প্রাণ হারাল ভাই, আহত বোন – school student expired in a road accident at khandaghosh purba bardhaman


ফের বেপরোয়া গাড়ি ধাক্কায় মৃত্যু ১ স্কুল ছাত্রের। গুরুতর ভাবে আহত আরও ১ছাত্রী। মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকায়। দুর্ঘটনার প্রতিবাদে রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ স্থানীয়দের। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

West Bengal Tourism : রাজ্যের পর্যটন মানচিত্রে নয়া স্থান! জায়গা পেতে চলেছে কুলীন গ্রাম
স্থানীয় সূত্রে কী খবর?

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষ থানার মেটেডাঙ্গা এলাকায়। মৃত ছাত্রের নাম সেখ সামিম আক্তার (১৪) ও আহত ছাত্রীর নাম নাজিরা পারভীন। তারা খন্ডঘোষের মেটেডাঙ্গা জুনিয়ার হাইস্কুলের পড়ুয়া। দু’জন সম্পর্কে খুড়তুতো ভাই-বোন বলে জানা গিয়েছে। সামিম আক্তার অষ্টম শ্রেণির ছাত্র ও নাজিরা পারভিন সপ্তম শ্রেণির ছাত্রী। দুজনের বাড়ি খণ্ডঘোষের মেটেডাঙ্গা এলাকায়।

Bardhaman News : ছাদে শুকোতে দেওয়া কাপড় পেঁচিয়ে গেল গলায়! বর্ধমানে ছাত্রের মর্মান্তিক মৃত্যু
পরিবার সূত্রে কী খবর?

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হেঁটে স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সামিম আক্তার ও নাজিরা পারভীন। বাড়ি থেকে কিছুটা দূরেই মেটেডাঙ্গা এলাকায় একটি বেপরোয়া চারচাকা গাড়ি তাঁদের ধাক্কা মারে। ধাক্কা মেরে পালানোর সময় কিছুদূর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খণ্ডঘোষ থানার পুলিশ। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে নিয়ে এলে সামিম আক্তারকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন নাজিরা পারভিন।

Anganwadi Centre : খোলা জায়গায় গর্ভবতী মা-শিশুদের পরিষেবা, চূড়ান্ত দুরাবস্থা বর্ধমানের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের
পথ অবরোধ

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পরই উত্তেজিত এলাকাবাসীরা স্প্রীড ব্রেকার ও সিভিক ভলান্টিয়ার পোষ্টিং এর দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বর্ধমান-বাঁকুড়া রোড অবরোধ করে। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা।

স্কুলের ২ শিক্ষকের বচসা-হাতাহাতি, ঝড়ের গতিতে ভাইরাল

স্থানীয়দের দাবি কী?

স্থানীয়রা জানাচ্ছেন, নিত্যুই রাজ্য সড়ক দিয়ে বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে। বর্ধমান-বাঁকুড়া রোডে দুর্ঘটনার রোধে পুলিশের তরফে কর্তব্যের গাফিলতি রয়েছে। রাস্তায় ভারী গাড়ি, বাস নিয়ন্ত্রণহীন ভাবে যাতায়াত করে। গাড়ির গতি রোধের ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয় না। সেই কারণেই তাঁরা আজ পথ অবরোধ করে এর প্রতিবাদ জানান। পুলিশের তরফে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে।

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *