Bengali Durga Puja 2023 : পরাধীনতা থেকে স্বাধীনতা, ৩০০ বছর বুকে নিয়ে বালিসাই ভুঁইঞাগড়ের জমিদার বাড়ির দুর্গাপুজো – purba medinipur ramnagar jamidar bari durga puja has a great history


আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। চলছে জমজমাট প্রস্তুতি। শুধু বারোয়ারিগুলিই নয়, জমিদার তথা বনেদি বাড়ির পুজোগুলিতেও চলছে চূড়ান্ত ব্যস্ততা। পূর্ব মেদিনীপুরের রামনগরের সমুদ্র উপকূলবর্তী বালিসাই ভুঁইঞাগড়ের জমিদার বাড়ির দুর্গাপুজো প্রায় ৩০০ বছরের পুরনো। দেশের পরাধীনতা এবং স্বাধীনতা, দুই সূর্যই দেখেছে এই পুজো।

কামান দেগে পুজোর শুভ সূচনা হয়। পালকি চড়ে আসেন মা। বালিসাই ভুঁইঞাগড়ের জমিদার বাড়ির পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ৩০০ বছরের ঐতিহ্যের সঙ্গে। একটা সময়, বাংলা ও ওড়িশা অনেকটা অংশ মিলিয়েই ছিল বালিসাই ভুঁইঞাগড়ের জমিদারির এলাকা। আধুনিকতার মাঝেও পুজোর রীতিনীতি আজও অটুট। সাবেকিয়ানায় ভরা একচালার প্রতিমা হয় এখানে। বালিসাই ভুঁইয়াগড়ের সামনে রয়েছে দেবীপুকুর। মা এখান থেকেই আসেন প্রতিবছর পালকি করে। মাকে বিভিন্ন উপাচারের সঙ্গে রীতি রেওয়াজ মেনে সজ্জিত করা হয়। প্রতিমা গড়ার কাজও নির্দিষ্ট সময় ও রীতি মেনে শুরু হয়। জমিদার বাড়ির ঠাকুর দালানের গেটের বাইরে রয়েছে একটি বেলগাছ। মা সেখানেও পূজিতা হন।

Durga Puja 2023 : নীলকর সাহেবের সম্পত্তিতেই গড়ে ওঠে জমিদারি, বাঁকুড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের দেবী ব্যাঘ্রবাহিনী
পুজোয় সাধারণ মানুষের অবাধ প্রবেশাধিকার
দুর্গাপুজোর সময় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে সাধারণ মানুষের থাকে জমিদার বাড়িতে অবাধ প্রবেশাধিকার। এছাড়াও বালিসাই ভুঁইঞাগড়ের জমিদার বাড়ির পরতে পরতে রয়েছে অনেক পুরনো দিনের ঐতিহ্য। ঠাকুরদালান থেকে শুরু করে জমিদার বাড়ির দেওয়াল, কান পাতলে এখনও যেন শোনা যায় সেই পুরনো দিনের সুর, পুরনো দিনের ইতিহাস। একসময় এই জমিদার বাড়িতে পুজোর সময় পালাগান, যাত্রা-সহ বিভিন্ন অনুষ্ঠান হত। দূর দূরান্ত থেকে জমিদার বাড়িতে সেই অনুষ্ঠান দেখতে যেতেন মানুষ।

Durga Puja History : কলকাতার প্রথম যুগের তিন ‘বারোয়ারি’ দুর্গাপুজোর কথা, জানুন কাহিনি
আগে বলি প্রথা ছিল
জমিদার বাড়ির বর্তমান সদস্য শিবাশিস দাস মহাপাত্র বলেন, ‘পুজোয় অনেক আগে বলি প্রথা ছিল। বর্তমানে সেই প্রথা বন্ধ হয়ে গিয়েছে। পুজোর প্রতিদিন হোম যজ্ঞ হয় বালিসাই ভুঁইঞাগড়ে।’ বদলেছে সময়, আধুনিকতার স্রোতে জমিদার বাড়ি সেজে উঠছে এখন নবরূপে। হেরিটেজের জন্য আবেদন না করে পরিবারের বর্তমান সদস্যরা নিজেরাই সারিয়ে নিচ্ছেন জমিদার বাড়ির ভাঙাচোরা অংশ। একইসঙ্গে সারানো হচ্ছে বাড়ির মন্দিরও।

WBTC Puja Parikrama 2023 : এবার গ্রাম্য পরিবেশে দেখুন বনেদি বাড়ির পুজো, WBTC-র ফাটাফাটি প্যাকেজ
বাড়ি ও মন্দির যেমন সারানো হচ্ছে, তেমনই পরিবারের মধ্যেও পড়ে গিয়েছে সাজসাজ রব। কারণ আর ক’দিন পরেই আসছেন মা। আর মায়ের আগমনকে ঘিরেই সেজে আবার জমজমাট হয়ে উঠবে গোটা জমিদার বাড়ি। আসবে লোজজন, সঙ্গে থাকবে খাওয়াদাওয়া। পরিবারের সকলে মিলে হইহই করে কেটে যাবে কয়েকটা দিন। তাই এখন দেবীর আগমনের অপেক্ষাতেই দিন গুনছেন জমিদার বাড়ির সদস্যরা।

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *