Chakla Dham : চাকলা মন্দিরের ভক্ত সম্মেলন নিয়ে বৈঠক – administration meeting regarding chakla temple devotee convention


এই সময়, চাকলা: চাকলা লোকনাথ মন্দিরের এ বছর ৫০ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আগামী ডিসেম্বরের ২৩, ২৪ এবং ২৫ তারিখে আন্তর্জাতিক স্তরে ভক্ত সম্মেলন হবে। সেই উপলক্ষে চাকলা মন্দিরে আসার সম্ভাবনাও রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সম্ভাবনা ধরে চাকলা মন্দিরের উন্নয়নমূলক কাজ নিয়ে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হলো সোমবার।

Tourist Place in West Bengal : বাংলার মুকুটে নয়া পালক, দেশের সেরা পর্যটন গ্রাম মুর্শিদাবাদের কিরীটেশ্বরী
বারাসতের জেলাশাসকের অফিসে এ দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির ছিলেন রাজ্য পূর্ত দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা আচার্য, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী-সহ পুলিশ এবং প্রশাসনের কর্তারা। বৈঠকে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উপ মুখ্যসচেতক তাপস রায়, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার-সহ দেগঙ্গা ব্লকের নেতৃত্ব এবং চাকলা মন্দির কমিটির সভাপতি।

Digha Beach News: সিঙ্গাপুরের মজা দিঘাতেও! এবার তৈরি হচ্ছে ‘আন্ডার ওয়াটার পার্ক’, কী থাকবে সেখানে?
রথীন বলেন, ‘আগামী ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর আসার সম্ভাবনা নিয়ে চাকলা লোকনাথ মন্দিরের উন্নয়নমূলক কাজের রিভিউ মিটিং হয়েছে। কী কী কাজ হয়েছে, আর বাকি কাজগুলো দ্রুত শেষ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে।’ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘রাস্তা এবং মন্দির লাগোয়া পুকুর সংস্কার, আধুনিক রান্নাঘর, ভোগ খাওয়ার জায়গা, গেট-সহ ৫৬টি ডালার দোকান তৈরি হবে। সে সব কাজের অগ্রগতি নিয়ে এ দিন বৈঠক আলোচনা হয়েছে।’

Boro Maa Naihati : নৈহাটির বড়মার নতুন মন্দিরের কাজ প্রায় শেষ, ভক্তদের সুবিধায় নানা পরিকল্পনা কমিটির
দেগঙ্গা ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ বলেন, ‘নুরনগর থেকে ইছাপুর পর্যন্ত ১.৮ কিলোমিটার রাস্তা খারাপ। এ দিন সেই রাস্তা সংস্কারের পাশাপাশি মন্দিরে আসা ভক্তদের জন্য একটা শৌচালয় তৈরি করা নিয়েও আলোচনা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *