Hooghly News : টিভি-ফ্রিজের দোকানের শাটার ভেঙে ডাকাতির চেষ্টা! চুঁচুড়া থেকে গ্রেফতার ২ দুষ্কৃতী – two dacoits arrested from chinsura police station area from hooghly


পুলিশি তৎপরতায় বানচাল ডাকাতি। গ্রেফতার হাওড়ার ২ দুষ্কৃতী। ধৃতদের নাম সুরজিৎ সদ ওরফে বরকা এবং গোপাল চালতা ওরফে শুভঙ্কর মধ্যরাতে শোরুমের শাটার ভেঙে ডাকাতির চেষ্টা। ব্যান্ডেল দক্ষিণ নারায়ণপুর এলাকায় জিটি রোড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। বীণা ট্রেডিং নামে একটি টিভি, ফ্রিজ ইত্যাদি ইলেকট্রনিক দ্রব্যের শোরুমের ডাকাতির ছক কষেছিল ডাকাতরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত পৌনে দুটো নাগাদ জিটি রোড থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করেছে পুলিশ।

Delhi Robbery Case : শোরুমের ছাদ কেটে ২৫ কোটির সোনা লুঠ! দিল্লিতে দুঃসাহসিক ডাকাতি
টহলদারি চালানোর সময়, জিটি রোডের উপর কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন টহলদারির দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সৌরভ দাস। গাড়ির আলোয় সৌরভ দেখেন শোরুমের শাটারের একটা অংশ ভেঙে প্রায় দুফুট তুলে ফেলা হয়েছে। সেই সময় ঘটনাস্থলে পাঁচজন ছিল। পুলিশ দেখা মাত্রই তিনজন শোরুমের পাশের রাস্তা ধরে দৌড়তে শুরু করে। পুলিশ দেখে এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে আসে। কিন্তু পুলিশ পালটা এগিয়ে যেতেই সে পালাতে শুরু করে।

Bank Fraud Case : ব্যাঙ্ক লোনের নামেও টাকা গায়েব! বড় প্রতারণা চক্রের পর্দাফাঁস, ধৃত ১০
খবর পৌঁছয় স্থানীয় ব্যান্ডেল ফাঁড়ি এবং চুঁচুড়া থানায়। চারদিক থেকে ঘিরে ফেলা হয় গোটা এলাকাকে। তল্লাশি চালিয়ে দুজনকে ধরে ফেলে পুলিশ। জানা গিয়েছে, ধৃত দু’জনই হাওড়া জেলার সাকরাইল হিরাপুরের বাসিন্দা। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে , ওই দলে মোট সাতজন ছিল। লুটপাঠের উদ্দেশে মাহিন্দ্রা পিকআপ ভ্যান নিয়ে ওই ডাকাত দল হিরাপুর থেকে ব্যান্ডেল এসেছিল। ঘটনাস্থলের কিছুটা দূরে গাড়ি থামিয়ে অপেক্ষায় ছিল দু’জন। ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে পেশ করে হেফাজতে নেয় চুঁচুড়া থানা।

Uttar 24 Pargana News : ক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা-গলাকাটা তরুণীর দেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখও
দোকান মালিক শংকর বিশ্বাস এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। পরে পুলিশ ফোন করে বলে যে আপনার দোকান খোলা রয়েছে। সঙ্গে সঙ্গে দোকানে এসে দেখি দোকানের অর্ধেক শাটার ভেঙে ফেলা হয়েছে। তালা দেওয়া সত্ত্বেও তা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে ডাকাতরা। গোটা ব্যান্ডেল এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। এর আগেও দু’বার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এত বড় এলাকা পুলিশি টহল থাকলেও পুলিশের কিছু করার থাকে না, কারণ পুলিশের সংখ্যা কম। নিরাপত্তা বলে কিছু রয়েছে।’

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *