New Style Puja Dhoti: ২০৩ তম জম্মবার্ষিকীতে অতীতকে ফিরিয়ে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য, শান্তিপুরে তৈরি বিশেষ ধুতি ও উত্তরীয় – nadia shantipur weaving special dhoti and stole in memory of ishwar chandra vidyasagar


Ishwar Chandra Vidyasagar Birth Anniversary: যার বই পড়ে বাংলা অক্ষর চেনে বাঙালি। বাংলা ভাষায় নেয় প্রথম পাঠ। যিনি শাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে দিয়েছিলেন বিধবা বিবাহ, সেই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তার নামাঙ্কিত ধুতি ও উত্তরীয় তৈরি করছে নদিয়ার শান্তিপুর। এই বিশেষ উদ্যোগ নিয়েছে শান্তিপুরের তন্তুবায় সরকারি সংস্থা সিপকো । মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মবার্ষিকী। একটা সময় এই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়েই শাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলায় নারী শিক্ষার অগ্রগতিতে বিশেষ অবদান রয়েছে তাঁর।

Boro Maa Naihati : নৈহাটির বড়মার নতুন মন্দিরের কাজ প্রায় শেষ, ভক্তদের সুবিধায় নানা পরিকল্পনা কমিটির

বিদ্যাসাগর যখন শান্তিপুরে আসেন, তখন সালটা ১৮৫৫। ওই বছরের ২২ শে অগাস্ট । এখানে কয়েকটি বিদ্যালয়ও তিনি প্রতিষ্ঠা করেন। শহর ছাড়িয়ে শান্তিপুর বেলগড়িয়া গ্রামেও মেয়েদের মডেল স্কুল স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গোঁড়া হিন্দু সমাজের সঙ্গে লড়াই করে তিনিই চালু করেন বিধবা বিবাহ। বিধবা বিবাহের প্রথম কন্যা শান্তিপুরের লক্ষ্মীমনির বিধবা কন্যা কালিমতী। কলকাতার সুকিয়া স্ট্রীটে ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর জনৈক শ্রীশ চন্দ্রের সঙ্গে কালিমতি নামে যে বিধবা রমণীর পুনরায় বিবাহ হয় তিনি শান্তিপুরের বাসিন্দা লক্ষীমনির বিধবা কন্যা। এই বিবাহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন। সেই সময়ে তাঁর প্রতি সম্মান জানাতে শান্তিপুরের তন্তুবায় সমাজ শাড়ীর পাড়ে লিখলেন ‘বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে।’

Spanish Language Course: রাজ্যের উদ্যোগে এবার শেখানো হবে স্প্যানিশ, কী লাভ হবে এই ভাষা শিখে জানেন?
আজ থেকে ১৬৭ বছর আগেকার সেই মুহূর্ত যেন মৃতপ্রায় শান্তিপুরের তাঁতশিল্পের পুনরুজ্জীবনের স্বপ্ন দেখাচ্ছে। হাতে বোনা ধুতির পাড়ে আবার উঠে এল সেই ছবি। শান্তিপুর শহরের একজন প্রবীণ তাঁত শিল্পীর হাতেই এই মহার্ঘ্য ভাবনার ফসল ফলছে। শান্তিপুর হ্যান্ডলুম ইনোভেশন প্রডিউসার কোম্পানি লিমিটেডের অন্যতম সদস্য তথা ডিজাইন প্ল্যানার সৌরভ শীর জানান, ‘বিধবা বিবাহ প্রবর্তন কালে শান্তিপুরের তন্তুবায় শিল্পীরা বিদ্যাসাগরকে যে উপহার দিয়েছিলেন সে ধুতি আবার ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। সেই অনুযায়ী গত ছয় মাস ধরে এই ধুতি এবং উত্তরীয় তৈরীর পরিকল্পনা করা হয় এবং পরবর্তীতে তা খাদির সুতোর ওপর বাস্তবে রূপ পায়। যেখানে লেখা রয়েছে বেঁচে থাক বিদ্যাসাগর দীর্ঘজীবী হয়ে। সংস্থা সূত্রে খবর, এই ধুতি গুলি সম্পূর্ণ ভেষজ উপায়ে তৈরি করা হচ্ছে। ধুতিতে ভেষজ রং ব্যবহার করা হয়েছে। ধুলাই করা হয়েছে রিটা ফল দিয়ে। জানা গিয়েছে, এই ধুতি এবং উত্তরীয় পরবর্তীকালে বিশ্ববাংলার মতো ব্র্যান্ডিংয়ের মোড়কে নিয়ে আসা হবে।’

Raiganj News : রাজ্যের হাসপাতালে সদ্যোজাত বদল! চাঞ্চল্যকর দাবি, অভিযোগ দায়ের সুপারের কাছে
প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *