Ration Scheme : রেশন প্রাপকদের স্লিপ নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন! দিল্লিকে নয়া প্রস্তাব খাদ্য দফতরের – west bengal food department send a proposal to central government regarding ration slip


রেশন গ্রাহক স্লিপ নিয়ে কি এবার কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ? এবার বাংলার রেশন গ্রাহকদের স্লিপে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার নাম এবং লোগো ব্যবহার করতে চায় কেন্দ্র। জানা গিয়েছে, এই মর্মে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। অন্যদিকে, রাজ্যের তরফেও পালটা প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রকে। সেখানে এই স্লিপে ‘খাদ্যসাথী’ এবং রাজ্য সরকারের নিজস্ব লোগো ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়েছে। আর এই নিয়েই কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে গ্রাহকরা PMGKY প্রকল্পের আওতায় বিনামূল্যে রেশন পেয়ে থাকেন। আর কেন্দ্র এই প্রকল্পের কথা স্লিপে উল্লেখ করতে চায়। ইতিমধ্যেই দেশের বেশিরভাগ রাজ্যেই তা চালুও রয়েছে।

Aadhaar Biometric Fraud : রেশনে ই-পস মেশিনে আঙুল ঠেকাতেও ভয়
রাজ্যের মন্তব্য…
যদিও এক্ষেত্রেই রাজ্যের প্রস্তাব কেন্দ্র বিনামূল্যে খাদ্যশস্য দিলেও পরিবহণ থেকে শুরু করে ডিলার এবং ডিস্ট্রিবিউটারদের কমিশনের টাকা গুণতে হয় রাজ্যকেই। সেক্ষেত্রে রাজ্যের এই খরচের কথাও স্লিপে উল্লেখ করতে হবে। বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রকে জানানো হয়েছে বলে সূত্রের খবর। রেশন গ্রাহকদের স্লিপে যদি কেন্দ্রের ভর্তুকি প্রসঙ্গ উল্লেখ থাকে সেক্ষেত্রে রাজ্যের অবদান এবং বিশ্ব বাংলার লোগো রাখার প্রস্তাব রাজ্য খাদ্য দফতরের। পাশাপাশি খাদ্যসাথী প্রকল্পের লোগোটিও রাখতে চায়ছে রাজ্য।

Ration Dealer : রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ খাদ্যমন্ত্রীর কাছে
যদিও এই প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই রেশন স্লিপে কোন প্রকল্পের খতিয়ান উল্লেখ থাকবে, তা নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে নতুন করে সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রাপ্ত অর্থ না দেওয়ার অভিযোগ একাধিকবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে টাকা না মেটালে আগামীদিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রেশন স্লিপ নিয়ে নতুন করে কেন্দ্র-রাজ্য তরজা হতে পারে বলে মনে করা হচ্ছে।

West Bengal Latest News : রাজ্য মানবাধিকার কমিশনের গুরুত্বপূর্ণ পদে প্রাক্তন মুখ্যসচিব, শুরু জল্পনা
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে NFSA এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আট কোটির বেশি মানুষ চাল এবং গম বিনামূল্যে পেয়ে থাকেন। এর আগে কেন্দ্রীয় প্রকল্পে ৩ টাকায় চাল এবং দুই টাকায় গম দিত কেন্দ্র। যদিও তাতে ভর্তুকি যোগ করত রাজ্য। আর এরই ফলে তা পুরোপুরি বিনামূল্যে পেতেন গ্রাহকরা।

এই মুহূর্তে অধিকাংশ রাজ্যের রেশন স্লিপে কেন্দ্রের ভর্তুকি প্রসঙ্গ উল্লেখ থাকে। এখন দেখার বাংলাতেও কি তা চালু হতে পারে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *