Recruitment Scam : প্রাইমারি টেটের OMR শিট মামলায় তৎপরতা! ৫ জায়গায় অভিযানে CBI – cbi raided five places of howrah related to primary recruitment omr scam


প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ তদন্ত করছে CBI। মঙ্গলবার হাওড়ার দাসনগরসহ পাঁচটি জায়গায় তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তরকারী সংস্থা। এদিন সকালেই ওই পাঁচটি জায়গায় অভিযানে নেমেছে CBI আধিকারিকদের একটি দল। প্রাথমিক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট যাচাইয়ের দায়িত্বে ছিল ‘বসু অ্যান্ড রায় কোম্পানি’ নামের একটি সংস্থা। সেই সংস্থার কর্ণধার কৌশিক মাজিকে CBI জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। ওই সংস্থারই অফিস, গোডাউন, কর্তা ও কর্মীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই গোয়েন্দাদের দল।

Justice Abhijit Ganguly: ‘আর কোনও আধিকারিকের দরকার নেই…’, আদালতে মন্তব্য করে CBI ডিরেক্টরকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সিবিআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দাসনগর থানার অন্তর্গত আলামোহন দাস রোডে যায় তদন্তকারীদের আটজনের একটি দল। বসু অ্যান্ড রায় কোম্পানির কর্ণধার কৌশিকের ফ্ল্যাটে চলে তল্লাশি অভিযান। সেখান থেকেই অন্যান্য জায়গাগুলিতে হানা দিয়েছেন গোয়েন্দারা। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে CBI সূত্রে খবর।

Leaps And Bounds Case : ‘কিছু প্রশ্ন আছে…’, লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে ED-CBI কর্তাদের হাজিরার নির্দেশ বিচারপতির সিনহার
আগেই এই মামলায় সিবিআইয়ের ভূমিকা ও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওএমআর শিট সংক্রান্ত মামলার শুনানি তাঁর এজলাসেই হয়েছিল। মামলাকারীর দাবি ছিল, OMR শিটের ডিজিটাল ডাটা অনেক ভুল রয়েছে। OMR শিটের নথি বলে আদালতে তথ্য পেশ করা হয়েছে তা একেবারেই বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেন মামলাকারী। পর্ষদের তরফে ডিজিটাইজড ডাটা হিসেবে যে তথ্য পেশ করা হয়েছে, OMR-র স্ক্যান করা কপি নয়। আদালতে পর্ষদের বিরুদ্ধে টাইপ করা তথ্য পেশের অভিযোগ তোলেন মামলাকারী।

মামলাকারীর বক্তব্য শোনার পরই CBI-র ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকী তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। বিচারপতি বলেন, ‘কী ভাবে তদন্তে এত ফাঁকি রয়ে গেল? অভিযুক্তদের সঠিকভাবে প্রশ্নই করা হয়নি। কী প্রশ্ন করা হবে, সেটাও কি আমি বলে দেব? আপনাদের কাজ কি মানুষকে বোকা বানানো?’

Justice Abhijit Ganguly : ‘CBI-এর তদন্ত দেখে আমি আশাহত!’ নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
আদালতের এই ভর্ৎসানার পর নড়েচড়ে বসে CBI। এরপরই বসু অ্যান্ড রায় কোম্পানির কর্ণধার কৌশিক মাজিকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করা হয়। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তারপরই সিবিআইয়ের এই অভিযান। তদন্তকারী সংস্থার অভিযানে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেটাই এখন দেখার।

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *