ডেঙ্গি আতঙ্কের মাঝেই কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার An elderly woman dies due to Malaria in Kolkata


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর মুখে রাজ্যে ডেঙ্গি-আতঙ্ক। সঙ্গে দোসর এবার ম্যালেরিয়াও! কলকাতায় মৃত্যু হল হাওড়ার বৃদ্ধার। ডেথ সার্টিফিকেটে ম্যালেরিয়ার উল্লেখ।

আরও পড়ুন: Raj Bhawan: রাজভবনে নজরদারি! ৩ পুলিসকর্মীকে সরানোর সুপারিশ….

জানা গিয়েছে, মৃতের নাম লালবানু মন্ডল। বয়স ৮০ বছর। বাড়ি, হাওড়ার জোমজুড়ে। জ্বর-সহ আরও বেশ কিছু উপসর্গ নিয়ে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন লালবানু। কবে? ১৯ সেপ্টেম্বর। মৃত্যু হল  আজ, মঙ্গলবার। 

এদিকে ডেঙ্গি পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।সরকারি তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৮ হাজার ৫৩৫ জন। এর মধ্যে শহরাঞ্চলে ৫ হাজার ৪৪৬ ও গ্রামাঞ্চলে ২ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৬ জন। বিধাননগর পুর-এলাকায় ১ হাজার ৯১৬, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ৯১৭, বারাসাত পুর-এলাকায় ২৩৯ জন আক্রান্ত। গ্রামাঞ্চলের মধ্যে আমডাঙা ব্লকে ৪৭৬, বনগাঁ ব্লকে ৬৩২, হাবড়া ২ নম্বর ব্লকে ৩৭৭, রাজারহাট ব্লকে ২৭৯ এবং দেগঙ্গা ব্লকে ১৯৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: Partha Chatterjee: পার্থর উপর ক্ষুব্ধ আদালত, জরিমানার নির্দেশ বিচারকের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *