Abhishek Banerjee : ৫০ লাখ চিঠি নিয়ে রাজধানী অভিযানে অভিষেক – abhishek banerjee in delhi campaign with 50 lakh letters demanding state dues


এই সময়: রাজ্যের বকেয়া অর্থের দাবিতে ৫০ লাখ চিঠি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি যাচ্ছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক ও ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। একশো দিনের কাজে যাঁদের টাকা বকেয়া রয়েছে, তাঁদেরও দিল্লি নিয়ে যাওয়ার জন্য একটি স্পেশাল ট্রেন বুকিং করার পরিকল্পনা করেছে তৃণমূল। আগামী ৩০ সেপ্টেম্বর হাওড়া থেকে এই ট্রেনের দিল্লি রওনা হওয়ার কথা। একশো দিনের কাজের জব-কার্ড হোল্ডার কয়েক হাজার মানুষ ওই ট্রেনে চেপে দিল্লিতে যাবেন বলে তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য।

এই কর্মসূচির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ইতিমধ্যে প্রচার শুরু করেছেন। এক্স প্ল্যাটফর্মে মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকারের অবিচারে বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ রয়েছে। অধিকারের দাবিতে সরব হতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। গণতন্ত্রে জনতার হাতেই সমস্ত ক্ষমতা থাকে।’

Abhishek Banerjee : ধর্নার আগে ভার্চুয়াল বৈঠক অভিষেকের
একশো দিনের কাজের বকেয়া এবং আবাস যোজনার টাকা প্রদানের দাবিতে নবজোয়ার কর্মসূচি চলার সময়েই গ্রামে গ্রামে সই সংগ্রহ শুরু করেছিল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বকেয়ার দাবি তুলে ধরতেই মানুষের সই করা প্রায় ৫০ লাখ চিঠি সংগৃহীত হয়েছে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। এই চিঠি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে জমা দেওয়ার পরিকল্পনা করেছে দলীয় নেতৃত্ব। সমস্ত জেলা থেকে এই চিঠিগুলি বাক্সবন্দি হয়ে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে এসে পৌঁছে গিয়েছে।

যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই চিঠিগুলি আদৌ সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিরোধী দলনেতার এই সংশয় প্রকাশ নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেন, ‘শুভেন্দু আবার প্রমাণ করলেন তিনি বাংলার মানুষকে ভাতে মারতে চান। ওর বক্তব্য, এই চিঠি ভুয়ো। ক্যামাক স্ট্রিটে বানানো হয়েছে। আমি বলব, আগে গ্রামাঞ্চলে যান এবং একশো দিনের কাজের টাকা যাঁরা পাননি তাদের সঙ্গে কথা বলুন। ওর এই কথার জবাব আগামী লোকসভা নির্বাচনে বাংলার মানুষ দেবেন।’

TMC Delhi Protest: দিল্লি অভিযানের জন্য আস্ত ট্রেন বুক তৃণমূলের, খরচ নিয়ে কটাক্ষ বিরোধীদের
বাংলার টাকা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে বলে তৃণমূল জোরদার প্রচার শুরু করলেও বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘গরিব মানুষের টাকা আটকে থাকুক বিজেপি কখনও চায় না। আমরা বলছি হিসেব দিন, টাকা নিন। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা যখন আসছেন তখন কেন তাঁদের সঙ্গে রাজ্য সরকার সহযোগিতা করছে না?’

বিজেপি একশো দিনের কাজ এবং আবাস যোজনায় অনিয়মের অভিযোগ করলেও প্রকৃত প্রাপকরা যে বঞ্চিত হয়েছেন তা সর্বভারতীয় স্তরে তুলে ধরতেই স্পেশাল ট্রেনে জব-কার্ড হোল্ডারদের দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল নেতৃত্ব।

MGNREGA : একশো দিনের কাজে টার্গেট বেঁধে দিল নবান্ন
তৃণমূলের এক সাংসদের কথায়, ‘এমনই পরিকল্পনা চূড়ান্ত হলেই তা ঘোষণা করা হবে। কারণ, শুধু দিল্লি নিয়ে গেলে তো হবে না, এদের থাকার বন্দোবস্ত করতে হবে। সেই পরিকল্পনা এখন চলছে।’

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *