Asha Worker : ৩ মাস বেতন বন্ধ! ভাটপাড়া পুরসভায় স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ, তড়িঘড়ি মেটানোর আশ্বাস উপ পুরপ্রধানের – asha workers protestation at bhatpara municipality for not getting salary


তিন মাস ধরে বেতন পাচ্ছেন না পুরসভার স্বাস্থ্যকর্মীরা। বিক্ষোভ ভাটপাড়া পুরসভায়। বুধবার সকাল থেকে পুরসভার সামনে বিক্ষোভ ফেটে পড়েন তাঁরা। ভাটপাড়া পুরসভায় স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে মোতায়ন করা হলো পুলিশ।

Uttar 24 Pargana News : ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ফাঁসের হুমকি, টাকা আদায়! পুলিশকর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
কী জানা যাচ্ছে?

ভাটপাড়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা বিগত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না বলে দাবি। বেতনের দাবি জানিয়ে বুধবার ভাটপাড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন পুর স্বাস্থ্যকর্মীরা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এদিন ভাটপাড়া পুরসভার সামনে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। যদিও কোনওরকম গন্ডগোলের সৃষ্টি হয়নি।

Trending News: পাড়ার নাম বলতে লজ্জা পান স্থানীয়রা! প্রশাসনকে পাশে না পেয়ে চরম পদক্ষেপ
স্বাস্থ্যকর্মীদের কী দাবি?

স্বাস্থ্যকর্মীদের দাবি, বিগত তিন মাস ধরে তারা কোন বেতন পাচ্ছেন না। সেই কারণেই বেতনের দাবি জানিয়ে তারা বিক্ষোভ দেখান। তাঁরা জানান, আর কতদিন তাঁরা বিনা বেতনে কাজ করবেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাজ করতে হয় তাঁদের। সেই কারণে অনেক টাকা খরচ হয়। অনেক কাজ মোবাইলের মাধ্যমে করতে হয়। মোবাইল খরচ আলাদা করে দেওয়া হবে বললেও সেটা দেওয়া হয়নি।

Uttar 24 Pargana News : ক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা-গলাকাটা তরুণীর দেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখও
বিক্ষোভ দেখানোর পরেই ভাটপাড়া পুরসভা তরফ থেকে তাঁদের বেতন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ ও পুর পরিষদ সদস্য স্বাস্থ্য বিভাগ নূরে জামাল। যদিও বিক্ষোভ থেকে পুরসভায় যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু শান্তিপূর্ণ ভাবেই বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা।

ভাটপাড়া পুরসভা স্বামী শয্য়াশায়ী! পেনশন বন্ধ! ধরনায় প্রৌঢ়া!

পুরসভার কী বক্তব্য?

ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান, আমরা আগেই জানিয়েছিলাম মঙ্গলবার বেতন হয়ে যাবে। নতুন অনেক স্বাস্থ্য কর্মী নিয়োজিত হয়েছেন। তাঁদের কাগজপত্র তথ্যগত কিছু ত্রুটি ছিল। সেই কাল সন্ধ্যা বেলা পর্যন্ত সব ঠিক করা হয়। সেই কাজ সম্পূর্ণ হতে হতে অনেকটা রাত হয়ে যায়। সেই কারণেই তাঁদের বেতন দেওয়ায় কাল সম্পূর্ণ হয়নি। আজকেই তাঁদের বেতন হয়ে যাবে বলে জানান উপ পুর প্রধান। তবে পুলিশ মোতায়েন পুরসভার তরফ থেকে করা হয়নি বলে জানান উপ পুরপ্রধান। তাঁর কথায়, পুরসভা চত্বরের সামনে প্রচুর ভিড় হওয়ার কারণেই অশান্তি হওয়ার আশঙ্কায় পুলিশ এসেছে।

প্রতি মুহূর্তের খবর জানতে চান ? জয়েন করুন এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ গ্রুপ। লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *