কী জানা যাচ্ছে?
বুধবার কৈখালিতে নিজের ফ্ল্যাটের মধ্যেই রহস্য মৃত্যু হল এক মধ্যবয়সী এক মহিলার। ফ্ল্যাটের খোলা দরজা দিয়ে বেরিয়ে আসার চাপ চাপ রক্ত লক্ষ্য করেন স্থানীয়রা। ফ্ল্যাটের ভেতর ডাকাডাকি করেও তাঁরা কোনও সাড়াশব্দ পাচ্ছিলেন না। এরপরেই বিপদের আঁচ করতে পারেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ।
পুলিশ কী জানাচ্ছে?
বুধবার সকালে এয়ারপোর্ট থানায় কর্তব্যরত পুলিশ অফিসিয়াল এর কাছে খবর আসে কৈখালীর সংহতি পার্ক এলাকার একটি বাড়ির ভেতর থেকে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। একটি ফ্ল্যাটের ভেতর থেকে বেরিয়ে আসছিল রক্ত। ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেয় পুলিশ আধিকারিকরা। ধাক্কা দিতেই খুলে যায় ফ্ল্যাটের দরজা।
ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখতে পায় বাথরুমের ভেতরে নগ্ন অবস্থায় পড়ে আছে মধ্যবয়সী রানী সুরানা নামে ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার হাতের শিরা কাটা ছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়ির মালিক রিশা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এয়ারপোর্ট থানায়।
জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসছে?
পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের মালিক রিশা রায় জানিয়েছেন, মঙ্গলবার রাতে হাত কাটা অবস্থায় ওই মহিলা তিনতলায় তাঁদের ফ্ল্যাটে গিয়েছিলেন। তবে ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে তিনি পুলিশকে কোন কিছুই জানাননি রাতে।
স্বাভাবিকভাবেই রহস্য দানা বাঁধছে রানি সুরানার মৃত্যু ঘিরে। প্রশ্ন উঠছে কেন বাড়ির মালিক রক্তাক্ত মহিলাকে দেখেও পুলিশকে খবর দিল না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ওই মহিলার হাত কাটল কী ভাবে? তিনি আত্মহত্যা করতে চাইলে উপরে তলায় মহিলার কাছে সাহায্য চাইতে গেলেন কেন? ফ্ল্যাটের মালিক কোনও পদক্ষেপ নিলেন না কেন? এরকম একাধিক প্রশ্ন উঠে এসেছে পুলিশি তদন্তে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে থাকুন, জয়েন করুন এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ গ্ৰুপ : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A