Bidhannagar News : বিধাননগরে রহস্যমৃত্যু বৃদ্ধার! উদ্ধার রক্তাক্ত মৃতদেহ, ফ্ল্যাট মালিকের বয়ানে অসঙ্গতি – old lady blood shredded body recovered from a flat at kaikhali bidhannagar municipal corporation


Bidhannagar Municipal Corporation এলাকায় ফ্ল্যাট থেকে এক মহিলার দেহ উদ্ধার। ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। দরজার বাইরে থেকে রক্ত বেরিয়ে আসতে দেখেই খবর দেওয়া হয় পুলিশকে। মৃত মহিলার নাম রানি সুরানা। ভদ্রমহিলা আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনও রহস্য আছে, তদন্ত শুরু করেছে পুলিশ।

Kolkata News : রক্ষকই ভক্ষক! ঘুমের ব্যাঘাত ঘটায় বৃদ্ধাকে গলা টিপে খুন, গ্রেফতার আয়া
কী জানা যাচ্ছে?

বুধবার কৈখালিতে নিজের ফ্ল্যাটের মধ্যেই রহস্য মৃত্যু হল এক মধ্যবয়সী এক মহিলার। ফ্ল্যাটের খোলা দরজা দিয়ে বেরিয়ে আসার চাপ চাপ রক্ত লক্ষ্য করেন স্থানীয়রা। ফ্ল্যাটের ভেতর ডাকাডাকি করেও তাঁরা কোনও সাড়াশব্দ পাচ্ছিলেন না। এরপরেই বিপদের আঁচ করতে পারেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ।

Cyber Crime : অনলাইনে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করতে গিয়ে উধাও টাকা, শহরে অভিনব সাইবার প্রতারণা
পুলিশ কী জানাচ্ছে?

বুধবার সকালে এয়ারপোর্ট থানায় কর্তব্যরত পুলিশ অফিসিয়াল এর কাছে খবর আসে কৈখালীর সংহতি পার্ক এলাকার একটি বাড়ির ভেতর থেকে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। একটি ফ্ল্যাটের ভেতর থেকে বেরিয়ে আসছিল রক্ত। ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেয় পুলিশ আধিকারিকরা। ধাক্কা দিতেই খুলে যায় ফ্ল্যাটের দরজা।

চালকদের হাফপ্যান্ট পরায় নিষেধাজ্ঞা! শহরের একাধিক অটো রুটে এবার নয়া ফতোয়া
ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখতে পায় বাথরুমের ভেতরে নগ্ন অবস্থায় পড়ে আছে মধ্যবয়সী রানী সুরানা নামে ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার হাতের শিরা কাটা ছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়ির মালিক রিশা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এয়ারপোর্ট থানায়।

সল্টলেকে ডেঙ্গিতে মৃত্যু! মেয়রকে কাঠগড়ায় তুললেন সব্যসাচী

জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসছে?

পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের মালিক রিশা রায় জানিয়েছেন, মঙ্গলবার রাতে হাত কাটা অবস্থায় ওই মহিলা তিনতলায় তাঁদের ফ্ল্যাটে গিয়েছিলেন। তবে ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে তিনি পুলিশকে কোন কিছুই জানাননি রাতে।

Ei Samay Digital Whatsapp

স্বাভাবিকভাবেই রহস্য দানা বাঁধছে রানি সুরানার মৃত্যু ঘিরে। প্রশ্ন উঠছে কেন বাড়ির মালিক রক্তাক্ত মহিলাকে দেখেও পুলিশকে খবর দিল না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ওই মহিলার হাত কাটল কী ভাবে? তিনি আত্মহত্যা করতে চাইলে উপরে তলায় মহিলার কাছে সাহায্য চাইতে গেলেন কেন? ফ্ল্যাটের মালিক কোনও পদক্ষেপ নিলেন না কেন? এরকম একাধিক প্রশ্ন উঠে এসেছে পুলিশি তদন্তে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে থাকুন, জয়েন করুন এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ গ্ৰুপ : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *