Calcutta High Court : কেন প্রকাশ নয় মেরিট স্কোর! জানাতে হবে কমিশনকে, নির্দেশ হাইকোর্টের – case was filed in the calcutta high court alleging corruption in the recruitment of the college service commission


এই সময়: স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে শোরগোলের পর এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কলেজ সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের হলো। মঙ্গলবার প্রাথমিক শুনানির পর বিচারপতির নির্দেশ, কলেজ সার্ভিস কমিশনের প্যানেলে নম্বর প্রকাশের ক্ষেত্রে কমিশনকে হলফনামা দিতে হবে।

দশ দিনের মধ্যে কলেজ সার্ভিস কমিশন হলফনামা দেবে। আগামী ১৩ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। কমিশনের নয়া বিধির কথা শুনে এদিন বিচারপতির মন্তব্য, ‘চেয়ারম্যান নিজে ক’টি পেপার জমা দিয়েছেন ওঁকে জিজ্ঞেস করতে চাই। নম্বর প্রকাশ করলে সমস্যা কোথায়?’

Recruitment Scam : প্রাইমারি টেটের OMR শিট মামলায় তৎপরতা! ৫ জায়গায় অভিযানে CBI
কলেজ সার্ভিস কমিশনের প্যানেলে নম্বর, গবেষণাপত্র-সহ বেশ কিছু বিষয় দেখেই প্যানেলে নাম ওঠে বলে আদালতে যুক্তি দেন কমিশনের কৌঁসুলি। তখনই চেয়ারম্যান ক’টি পেপার জমা দিয়েছেন বলে প্রশ্ন তোলে আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, ‘ওঁকে মনে করিয়ে দেবেন, সুবীরেশ ভট্টাচার্য (স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান) এখন জেলে আছেন। কলেজ সার্ভিস আইনে প্যানেলের কোনও সংজ্ঞা বলা নেই দেখে অবাক হচ্ছি।’

২০২০ সালে কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সব বিষয়ে অধ্যাপক পদের জন্য পরীক্ষা হয়। ২০২৩ সালে এর প্যানেল প্রকাশিত হয়। সেখানে শুধু উত্তীর্ণদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হলেও কে কত নম্বর পেয়েছেন, তা প্রকাশিত হয়নি। মামলাকারী মোনালিসা ঘোষের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাবি করেন, স্বচ্ছতার স্বার্থে পূর্ণাঙ্গ তালিকা দিয়ে বিস্তারিত জানিয়ে প্যানেলের নম্বর প্রকাশ করতে হবে।

Leaps And Bounds Case : ‘কিছু প্রশ্ন আছে…’, লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে ED-CBI কর্তাদের হাজিরার নির্দেশ বিচারপতির সিনহার
কমিশন সূত্রে খবর, বাম আমলে, এমনকী এই সরকারের জমানাতেও প্রথম দিকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের বিধি বজায় ছিল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হওয়ার পর সেই বিধি বদলে ফেলা হয়। তাতেই অস্বচ্ছতার অভিযোগ উঠছে বলে মনে করেন কলেজ শিক্ষকদের একাংশ। বর্তমানে হাইকোর্টের অন্য বিচারপতি কৌশিক চন্দ উচ্চশিক্ষা সংক্রান্ত মামলা শোনেন।

Calcutta High Court : ‘২১ জুলাইয়ের কথা বললে…’, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের আপত্তিতে প্রশ্ন আদালতের
তিনি আগামী ১৫ দিনের জন্য জলাপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাওয়ায় এই মামলার শুনানির ভার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয়েছে। এদিন মামলাকারীর আইনজীবী মামলাটি এই এজলাসেই পরবর্তীতে শুনানির আবেদন করলে আদালত সেই প্রস্তাব মেনে ‘হার্ড ইন পার্ট’-এর নির্দেশ দেন। পলে আগামী দিনে এই এজলাসেই এই মামলার শুনানি হবে।

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ জানতে এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *