Constable Result 2023: চাকরিতে সংরক্ষণ নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের, কনস্টেবল নিয়োগ তালিকায় বড় বদল – calcutta high court new order on west bengal police constable recruitment


West Bengal Police Constable: পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত মামলায় নয়া মোড়। চাকরিতে সংরক্ষণের নিয়ম নিয়ে বিশেষ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের । পুলিশ কনস্টেবল নিয়োগ মামলায় স্যাটের পূর্ব নির্দেশিত রায় খারিজ করল আদালত। বুধবার কলকাতা হাইকোর্টে ছিল কনস্টেবল নিয়োগের মামলার শুনানি। স্যাটের রায় খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর ফলে ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারির প্যানেল বাতিল বলে ঘোষিত। তার বদলে ২৬ মার্চ ২০২১ সালের প্যানেলকেই বৈধ বলে ঘোষণা করলেন প্রধান বিচারপতি। এই নির্দেশের ফলে ১৩৭ জন পুলিশ কনস্টেবলের ভবিষ্যত সংশয়ে। তবে বাকি শূন্যপদে যাতে তাদের নিয়োগ নিশ্চিত হয় তা দেখতেও নির্দেশ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের।

Abhishek Banerjee Recruitment Scam : অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের! নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তিতে তৃণমূলের ‘নম্বর টু’
এর আগে কনস্টেবল নিয়োগ মামলায় সংরক্ষিত তালিকা নিয়ে একটি ধন্দের সৃষ্টি হয়। মেধাতালিকায় অনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন কিছু পরীক্ষার্থী। রাজ্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কলকাতা হাইকোর্টে মান্যতা না পেলেও সংরক্ষণ নিয়ে স্যাটের রায়কে খারিজ করেন বিচারপতি। ২০১৯ সালে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় সাধারণের তালিকা ও সংরক্ষিত শ্রেণীর মেধাতালিকা নিয়ে আপত্তি ওঠে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে তারা মামলা করেন ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে।

Calcutta High Court : জাল শংসাপত্রে ডাক্তারি! তালিকা তলব হাইকোর্টে
বলা হয়, মামলায় তপশিলী জাতি ও তপশিলী উপজাতি সংরক্ষিত প্রার্থী যারা সাধারণ প্রার্থীদের থেকে বেশি নম্বর পেলে তাদের কোনও সংরক্ষণের সুবিধা ছাড়াই জেনারেল হিসেবে গ্রহণ করতে হবে। এই আইনের বিরোধিতা করে বেশ কিছু সাধারণ পরীক্ষার্থী তারা স্যাটে মামলা করেন। স্যাটের রায়ে সংরক্ষিত আসনের পরীক্ষার্থীদের সাধারণ তালিকা থেকে সংরক্ষিত তালিকায় পাঠিয়ে দেওয়া হয়।

Group D Protest Rally: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করতেই তুলকালাম

এবার কলকাতা হাইকোর্টে স্যাটের সেই রায়কে চ্যালেঞ্জ করে আসেন সংরক্ষিত তালিকায় নিচের দিকে থাকা পরীক্ষার্থীরা। তাদের দাবি, সাধারণের তালিকা থেকে সংরক্ষিতদের সরিয়ে দেওয়ায় তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সংরক্ষণের আইনকেই মান্যতা দেন। ফলে সংরক্ষিত তালিকায় বেশি নম্বর পাওয়া প্রার্থীদের জেনারেল বা সাধারণ প্রার্থী হিসেবেই গ্রহণ করতে হবে। যদিও জেনারেল হিসেবে প্রায় ১৭০ জন সংরক্ষিত তালিকার প্রার্থী ইতিমধ্যেই পদে নিয়োগ পেয়ে গিয়েছেন। ফলে সংরক্ষণের নিয়ম বদলে তাদের চাকরি নিয়ে সংশয়। যদিও তাদের চাকরি বাতিল না করে অন্যত্র কাজে যুক্ত করতেও পরামর্শ দিয়েছেন বিচারপতি।

Leaps And Bounds Case : ‘টলিউডের একজন জড়িত, এটা বিশ্বাসযোগ্য নয়…’, লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে মন্তব্য বিচারপতি সিনহার
দেশ হোক বা বিদেশ, পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কোণায় কোণায় কোথায় কী হচ্ছে সবার আগে জানতে ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন: https://bit.ly/eisamay-whatsapp-channel



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *