Dilip Ghosh Madan Mitra : ‘সাহস করে বলেছেন…’, হাসপাতালে দালালরাজ নিয়ে মদনের পাশে দিলীপ – bjp dilip ghosh stand beside tmc mla madan mitra on hospital tout case


সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজ নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। প্রায় প্রতিদিন হাসপাতাল কর্তৃপক্ষকে নিশানা করেছেন তৃণমূলের ‘কালারফুল বয়’। এবার রাজ্যের সরকারি হাসপাতালে দালালরাজ নিয়ে সরাসরি মদনের পাশে দাঁড়ীলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। হাসপাতালের দালালরাজ নিয়ে মদন সরব হওয়ায় প্রশংসার সুর শোনা গিয়েছে দিলীপের গলায়।

বুধবার সাতসকালে খড়গপুর শহরে চা চক্র যোগ দেন স্থানীয় সাংসদ দিলীপ ঘোষ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। একই সঙ্গে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ইস্যুতে তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়েছেন দিলীপ। মদন মিত্র ‘সাহসী’ বলে উল্লেখে করেন বিজেপি সাংসদ।

SSKM Hospital : SSKM হাসপাতালে দালালদের রমরমা! সোমের অভিযানে ‘বড়’ সাফল্য কলকাতা পুলিশের
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ বলেন, ‘মদন মিত্র আগেই দালালরাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি আগেই বলেছিলেন যে দালালদরাজ চলছে। উনি সাহস করে বলেছেন। সাধারণ মানুষও জানে হাসপাতালে গিয়ে তাঁদের কী সমস্যার মুখে পড়তে হয়। রোগী ভর্তি করার জন্য বেড পাওয়া যায় না। সরকারি হাসপাতালে মানুষ বিনামূল্যে পরিষেবা পায়। কিন্তু দালালরাজের জন্য আউটডোরের সুবিধা থেকেও মানুষ বঞ্চিত হচ্ছেন। তৃণমূলের বিধায়কও বলছেন। কিন্তু কেউ কোনও কথা শুনছে না।’

Madan Mitra: ডেপুটেশন জমা দিতে সাগর দত্তের প্রিন্সিপালকে না পেয়ে ক্ষুদ্ধ মদন, প্রকাশ্যেই ফোনে হুমকির সুর বিধায়কের
অতীতে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দিলীপ-মদন তরজা দেখেছে রাজ্য। দুই নেতাই একে অপরকে আক্রমণ করছে পিছপা হননি। সেখানে সরকারি হাসপাতালের দালালরাজ নিয়ে সরাসরি মদনের পাশে দিলীপ দাঁড়ানোয় বিভিন্ন সমীকরণ কষতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের দাবি, মদনকে দিলীপের ‘সাহসী’ তকমা দেওয়া তাৎপর্যপূর্ণ।

Dilip Ghosh : ‘কোটি টাকার বাড়িতে থাকেন… অ্যাকাউন্ট নেই?’ অভিষেকের সম্পত্তি নিয়ে ইডির রিপোর্টে ‘অবাক’ দিলীপ
রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত। মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেঙ্গির হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ইতিমধ্যে বিকল্প চিন্তভাবনা শুরু করেছে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেঙ্গি নিয়ে মুখ খোলেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে চতুর্দিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস নেওয়ার কথা চিন্তাভাবনা করছে। ভাবতে পারছেন কী রকম ভয়ের পরিবেশ তৈরি হয়েছে! আর সরকার এতটাই অসহায় অবস্থায় রয়েছে যে কোনও ব্যবস্থা করতে পারছে না। জানি না সরকার এই নিয়ে আদৌ কতটা সতর্ক। শুধু বিবৃতি দিচ্ছে। ডেঙ্গি মোকাবিলায় কী করছে কিছুই বুঝতে পারছি না।’

ব্যস্ততার মধ্যে দিনের গুরুত্বপূর্ণ খবর জেনে নিন WhatsApp-এ। ফলো করুন এই সময় ডিজিটালের চ্যানেল। লিঙ্ক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *