Howrah News Today : বাসন তৈরি কারখানায় বয়লার ফেটে বিপত্তি, হাওড়ায় গুরুতর আহত ৩ শ্রমিক – howrah uluberia factory blast causes for three workers seriously injured


হাওড়া জেলার উলুবেড়িয়া একটি কারখানায় বয়লার মেশিন ফেটে বিপত্তি। আহত একাধিক কর্মরত শ্রমিক। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় উত্তেজনা কারখানা চত্বরে।

Garchumuk Tour: গাদিয়ারা ও গড়চুমুকে হোটেল-হোম স্টেতে পরিচ্ছন্নতা রক্ষায় বিশেষ ব্যবস্থা, নিয়ম না মানলে আইনি পদক্ষেপ
কী জানা যাচ্ছে?

উলুবেড়িয়ায় অ্যালুমিনিয়াম কড়াই তৈরি কারখানার বয়লার ফেটে আহত হল তিন শ্রমিক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার জগদীশপুর খেয়া রাস্তা মোড়ে। আহত শ্রমিকরা উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

Saayoni Ghosh : ‘রাজ্যে ৪২-এ ৪২,’ কর্মীদের ২৪-এর টার্গেট বেঁধে দিলেন সায়নী
পুলিশ কী জানাচ্ছে?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদীশপুর খেয়া রাস্তা মোড়ের কাছে একটি অ্যালুমিনিয়াম কড়াই তৈরির কারখানা আছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেল পাঁচটা নাগাদ করায় তৈরির জন্য অ্যালমনিয়াম গলানোর সময় আচমকা কারখানার বয়লার ফেটে যায়। কারখানার ভেতরে থাকা তিন শ্রমিক আহত হয়। কারখানার দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। বয়লার ফাটার বিকট শব্দে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যায়।

Howrah News : দ্বিতীয় বিয়ের পরেই প্রথম স্ত্রীকে সরাতে চাপ, ডোমজুড়ে তরুণী খুনের কিনারা পুলিশের
ঘটনাস্থলে দমকল

অন্যদিকে, ঘটনার পর দমকল ও উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কারখানার এক শ্রমিক জানান, কারখানায় ২৫ জনের মতো কাজ করে। তিনি জানান, বুধবারে বিকেলে অ্যালুমিনিয়াম গলানোর পর ছাকার সময় আচমকা বয়লার ফেটে যায়। আর তাতেই এই দুর্ঘটনা। দমকল সূত্রে খবর, কারখানাটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শ্রমিকরা কী জানালেন?

কারখানার এক শ্রমিক জানান, কাজ করতে করতে হঠাৎ একটি বয়লার ফেটে যায়। বয়লার আশেপাশে থাকা তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার কারণে আতঙ্কিত হয়ে পড়েন কারখানার অন্যান্য শ্রমিকরাও। তবে আরও বড় ধরনের দুর্ঘটনা হতে পারত বলেও আশঙ্কা করছেন কারখানার শ্রমিকরা।

ডেঙ্গির বিপদ! জমা জল সরেনি দেড়মাসেও! পথ অবরােধ!

কারখানায় বিস্ফোরণ

দত্তপুকুরে একটি বাজি কারখানায় বিস্ফোরণের স্মৃতি এখনও দগদগে। একাধিক শ্রমিকের মৃত্যু হয় অবৈধ ওই বাজি কারখানায় বিস্ফোরণ হওয়ার কারণে। বাজির মশলা ছাড়াও বিস্ফোরক পদার্থ ছিল ওই কারখানায় বলেও একাধিক পক্ষ থেকে দাবি করা হয়। ইছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েতের মোচপোল এলাকায় ওই বাজি কারখানায় বিস্ফোরণের পর কারখানার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। এমনকি, কড়া নিষেধাজ্ঞা সত্বেও সকলের নাকের ডগায় কী করে অবৈধ বাজির কারখানা চলছিল, সে নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা।

নতুন খবরের আপডেট পেতে চান? জয়েন করুন এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ গ্রুপ। লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *