Iskcon Kolkata : BJP সাংসদের ‘প্রতারক’ মন্তব্যে চড়া সুর! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা Iskcon-এর – kolkata iskcon slams bjp mp maneka gandhi on her comment on cow selling


ইসকনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন BJP সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। একটি সাক্ষাতকারে ইসকনকে ‘সবচেয়ে বড় প্রতারক’ বলেছেন সুলতানপুরের বিজেপি সাংসদ। বিজেপি সাংসদের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিবৃতি জারি করে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ইসকন কর্তৃপক্ষ। এবার কলকাতা ইসকনের তরফে এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হল।

‘সবচেয়ে বড় প্রতারক ইসকন, কসাইদের কাছে গরু বিক্রি করে’, মানেকা গান্ধীর অভিযোগ ঘিরে শোরগোল
কলকাতা ইসকনের তরফে এদিন একটি ভিডিয়ো বার্তায় মানেকা গান্ধীর আনা যাবতীয় অভিযোগ খারিজ করেছেন মুখ্য জন সংযোগ আধিকারিক রাধারমন দাস। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভিডিয়া বার্তা তিনি বলেন, ‘মানেকা গান্ধী ইসকনের সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আমার মনে হয় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি এক সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তা সত্ত্বেও এমন নির্লজ্জ মিথ্যে কথা বলায় আমরা আশ্চর্য হচ্ছি। আমরা সবাইকে জানাতে চাই, যে ইসকনের গোশালায় গিয়ে দেখুন কীভাবে ভক্তরা গোমাতার সেবা করছেন।’

BJP Protest : শালতোড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষের বিরুদ্ধে হুংকার BJP কর্মীদের
তিনি আরও বলেন, ‘মানেকা গান্ধী বলেছেন তিনি আনন্দপুর গোশালায় গিয়েছিলেন। কিন্তু সেখানকার ভক্তরা জানিয়েছেন তাঁরা বিজেপি সাংসদকে কখনও সেখানে দেখেননি। আমাদের দাবি, সাংসদ যেন প্রমাণস্বরূপ সেখানে যাওয়া ও গোশালার গোরুদের ভিডিয়ো প্রকাশ করেন। মানেক গান্ধী মিথ্যে কথা বলছেন। আমরা ওঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। গোসেবার জন্য ইসকন গোটা ভারতে প্রসিদ্ধ। যাঁদের কোনও কাজ নেই, তাঁরা প্রচার পাওয়ার জন্য সনাতন ধরমের বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন। গোটা ভারতে ইসকনের ৪ কোটি ভক্ত রয়েছে। আমাদের অনুরোধ পার্টির তরফে যেন ওঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।’

BJP Bengal Bankura : BJP ছেড়ে TMC-র পথে হরকালী? মুখ খুললেন বাঁকুড়ার গেরুয়া বিধায়ক
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ মানেকা গান্ধীর পশুপ্রেমী হিসেবেও পরিচিতি রয়েছে। একটি সাক্ষাতকারে ইসকনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘দেশে সব থেকে বড় প্রতারক ইসকন। গোশালা চালিয়ে ওরা সরকারের থেকে সুবিধা নেয়। অনন্তপুর ইসকনে গিয়ে দেখেছিলাম সেখানকার সব গোরুগুলির গর্ভবতী। কিন্তু সেখানে কোনও বাছুর নেই। তারমানে বাছুরগুলিকে নিশ্চয়ই বিক্রি করে দেওয়া হয়েছেষ। ইসকন কসাইদের কাছে গোরু বিক্রি করে দেয়। এত বাছুর সম্ভবত অন্য কোনও সংস্থা বিক্রি করে না।’

সব খবর সবার আগে জানতে চান? অবশই ফলো করুন এই সময় ডিজিটালের WhatsApp চ্যানেল। দিনের সেরা খবর জানতে এই লিঙ্কে ক্লিক করুন https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *