Naushad Siddiqui : পুজোর আগে রেলের হকার উচ্ছেদ, কেন্দ্রের বিরুদ্ধে সরব নওশাদ – naushad siddiqui isf mla raises questions against central government for hawker eviction from indian railway platform


রেলের হকার উচ্ছেদের প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। হুগলি কোন্নগর স্টেশন থেকে হকার উচ্ছেদ আদতে পুজোর আগে ‘গরীবের পেটে লাথি মারা’ হচ্ছে বলে মনে করেন তিনি। বিষয়টি নিয়ে বিধানসভায় আওয়াজ তুলবেন বলেও জানান ISF বিধায়ক।

Bhangar News : রাস্তায় মরণফাঁদ! ‘উন্নয়ন কোথায়?’ ভাঙড়ের বাগজোলা খাল রোড নিয়ে সরব নওশাদ
কী জানা যাচ্ছে?

হকারদের বিরুদ্ধে রেল পুলিশের অমানবিক অত্যাচারের প্রতিবাদে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখায় হকাররা। সেখানেও বিক্ষোভ দেখাতে গিয়ে আরপিএফ সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হকাররা। গত ১৬ সেপ্টেম্বর এই ঘটনার প্রতিবাদে হুগলি স্টেশনে রেল অবরোধ করে হকাররা। স্টেশন সৌন্দর্যায়ন হবে বলে হকার উচ্ছেদ অভিযান শুরু করে রেল। যা শুরু হয়েছিল কোন্নগর স্টেশন থেকে। এই ঘটনার পর হকারদের জীবন-জীবিকায় সংকট দেখা দিয়েছে।

Nawsad Siddique : বিধানসভার পর আর ‘দেখা নাই’! লোকসভায় ফের প্রচারে নামবেন আব্বাস? জানিয়ে দিলেন নওশাদ
হকারদের সাক্ষাতে নওশাদ

মঙ্গলবার সন্ধ্যায় রেল হকারদের পাশে সহমর্মিতার বার্তা নিয়ে হাজির হন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। ভাঙর বিধায়ক হকারদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা কোন্নগর স্টেশন ডেপুটি ম্যানেজারকে জানান।

Bhangar News : ‘ব্যবহার করেছে, কোনও সুবিধা দেয়নি’, TMC পঞ্চায়েত সদস্যের সামনেই ঝাঁঝিয়ে উঠলেন গ্রামবাসী
কী জানালেন বিধায়ক

ভাঙড়ের বিধায়ক জানান, বাংলার বহু মানুষ রেলে হকারি করেন। সামনে পুজো আর তার আগে সেই হকারদের পেট চালানে দায় হয়েছে। এটা চলতে পারেনা। সরকার নিরব রয়েছে হকারদের সমস্যার বিষয়ে। প্রয়োজনে বিধানসভায় হকারদের সমস্যার বিষয়টি ওঠা উচিত বলে মনে করেন নওশাদ। তিনি বলেন, ‘সৌন্দর্যায়নের নামে আম্বানি-আদানিদের কাছে রেলকে তুলে দেওয়া হচ্ছে। আর সব কা সাথ সবকা বিকাশের কথা বলে গরীব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে। রাজ্যের কেউ চুরি করেছে তার জন্য। যদি কেউ চুরি করে থাকে তাকে ধরুক। তা না করে গরীব মানুষের অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার।’ এটা চলতে পারেনা। হকারদের জন্য লড়াই আইনের পথে যাবেন বলেও জানান আইএসএফ বিধায়ক।

Nawsad Siddique : ‘দুর্নীতি করলে দলের নেতাকেও পুলিশের হাতে তুলে দেব’, হুঁশিয়ারি নওশাদের

হকাররা কী জানাচ্ছেন?

কোন্নগর স্টেশনের হকাররা জানান, তাঁদের রেল হকারি করার জন্য লাইসেন্স দিক। অনেকেই আছে যারা কয়েক দশক ধরে হকারি করে পেট চালাচ্ছে। আর অন্য কোনও জীবীকা তাঁদের নেই। তাঁরা কি করবে? স্টেশনের বহু পুরনো স্টল তুলে দেওয়া হচ্ছে নতুন করে কাউকে বসতে দেওয়া হচ্ছে না। রেল পুলিশের ভয়ে থাকতে হচ্ছে সব সময় কখন ধরে জরিমানা করে দেবে। এমত অবস্থায় সরকার কোনও নির্দিষ্ট ব্যবস্থা নিক।

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *