SSC Recruitment Scam : ‘প্রতিটি মামলা আলাদা করে শোনা হবে’, পিছল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি – ssc recruitment scam case hearing date extended at supreme court


সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। আগামী ৫ অক্টোবর শুনানি হওয়ার কথা রয়েছে। প্রতিটি মামলার আলাদা আলাদা করে শুনানি করা হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চ।

SSC Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে আরও বিধায়ক-কাউন্সিলর? আদালতে রিপোর্ট পেশ CBI-এর
নিয়োগ দুর্নীতি মামলা

কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টে রাজ্যের একাধিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলা ঝুলে রয়েছে। এর আগেও একাধিকবার মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। মাঝে গরমের ছুটির সময় এই মামলার শুনানি পিছিয়ে যায়। ফের একবার পিছিয়ে গেল এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা।

Justice Abhijit Ganguly : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া নির্দেশের পর নড়েচড়ে বসল পর্ষদ, অনামিকার নিয়োগের নোটিশ জারি
একাধিক মামলা নিয়ে বিভ্রান্তি

এর আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা দেশের শীর্ষ আদালতে ওঠায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের এর প্রশ্ন ছিল, এতগুলি মামলা, কোনটি আমরা আগে শুনবো? আগে জানানো গিয়েছিল, প্রতিটি মামলা একযোগে শোনা হবে।

Suvendu Adhikari : মানিক-কুন্তলের ‘বস’ সামনে আসবে, সিবিআইয়ের রিপোর্ট নিয়ে ইঙ্গিত শুভেন্দুর
এসএসসি দুর্নীতি

এসএসসি, প্রাইমারি সহ একাধিক মামলা রয়েছে পিটিশন দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। ২০১৪, ২০১৬, ২০১৭ সহ একাধিক আলাদা বিষয় নিয়ে দুর্নীতির মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। অন্যদিকে, নিয়োগ দুর্নীতির একাধিক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টেও। গত মাসেই এসএসসি নিয়োগ দুর্নীতি কতদূর এগিয়েছে তা সিবিআইয়ের কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট। সিবিআই-র থেকে তদন্তের অগ্রগতি রিপোর্ট চায় আদালত।

West Bengal SSC Scam : SSC শিক্ষিকার চাকরি খোয়ালেন তৃণমূলের বিদায়ী জেলা সভাধিপতি

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার

নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডি ও সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই আলাদা করে তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের শিক্ষা দফতর সহ শিক্ষা বিভাগের একাধিক কর্তাব্যক্তি গ্রেফতার হয়েছে। তাঁরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। বিশেষত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেল হেফাজতে রয়েছে। একাধিকবার জামিনের আবেদন করা হলেও তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের শিক্ষা সফরের একাধিক শীর্ষ পদস্থ কর্মকর্তারা জেল হেফাজতে রয়েছে। নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়েছে লিপস অ্যান্ড বাউন্ড কোম্পানির সূত্র। সেই সূত্রে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়েছে।

নতুন খবরের আপডেট পেতে চান, জয়েন করুন এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ গ্ৰুপে, লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *