Trending News: সাতসকালে দুয়ারে ১২ ফুটের বিশাল কুমির, চাঞ্চল্য কাটোয়ায় – forest department catch a crocodile from burdwan katoa


বুধবার সকাল হতেই ব্যাপক আতঙ্ক ছড়াল বর্ধমানে। গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির। আতঙ্ক ছড়ায় বর্ধমানে অগ্রদ্বীপ কালিকাপুর গ্রামে। খবর যায় বন দফতরে। অবশেষে সাত ঘণ্টার চেষ্টায় অবশেষে বনদফতরের হাতে ধরা পড়ল বিশাল আকৃতির কুমির।

পূর্ব বর্ধমানে অগ্রদ্বীপ কালিকাপুর গ্রামে এদিন সকালে দেখা যায় বিশাল আকৃতির কুমির। প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের পূর্ণবয়স্ক কুমির দেখতে ওই এলাকায় জমে যায় গ্রামবাসীদের ভিড়। প্রায় সাত ঘণ্টা পর ধরা পড়ে কুমিরটি। গ্রামবাসী ও বন দফতরের চেষ্টায় কুমিরটিকে জাল ও দড়ি দিয়ে বেঁধে ধরা হয় দু ঘন্টার চেষ্টার পর। আপাতত রাখা হয়েছে কাটোয়ার বনদফতরের অফিসে।

Uttar 24 Pargana News : ক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা-গলাকাটা তরুণীর দেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখও
বুধবার অগ্রদ্বীপের কালিকাপুর ফেরিঘাট খুলতে এসে অভিজিৎ হালদার দেখেন লম্বা একটা জন্তু শুয়ে আছে। অল্প অল্প নড়াচড়াও করছে। ভয়ে,ভয়ে একটু কাছে গিয়ে দেখেন, জন্তুটি আসলে একটু কুমির। বিশাল কুমিরটি প্রায় ১২ ফুট লম্বা।

এর পর চিৎকার করে গ্রামের মানুষদের ডাকেন অভিজিৎ। তাঁর চিৎকারে ছুটে আসে সবাই। এত মানুষের পাওয়ার আওয়াজ পেয়ে পালায় কুমিরটি। রাস্তা থেকে নেমে পাশের ডোবায় নেমে যায় কুমিরটি। খবর যায় বন দফতরেও। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টার পর কুমিরটিকে বাগে আনে বনদফতরের কর্মী ও গ্রামবাসীরা।
Fake Doctors: ঝাঁ চকচকে চেম্বারে উপছে পড়া রোগীর ভিড়, একটি ভুলে ফাঁস ‘ভুয়ো’ ডাক্তারের কেরামতি!
এর পর গাড়িতে করে কুমিরটিকে এনে রাখা হয় কাটোয়ার বনদফতরের অফিসে। বর্ষার জল বাড়তেই কাটোয়ার ভাগীরথীতে কয়েকদিন আগে দেখা মিলেছিল ঘড়িয়ালের। এবার বিশাল আকৃতির কুমিরের দেখা পাওয়াতে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *