সিকিমে প্রতিটি স্কুলে পর্যটন পাঠক্রম আবশ্যিক করা হয়েছে। সিবিএসই বোর্ডও পর্যটনকে ঐচ্ছিক পাঠক্রমে এনেছে। শিলিগুড়িতে বেশ কয়েকটি স্কুল ও কলেজে পর্যটন পড়ানো হচ্ছে। আজ, বুধবার গোটা দেশের সঙ্গে শিলিগুড়িতেও পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। সেখানে সামিল হবে শিলিগুড়ির যুবা পর্যটন ক্লাবের সদস্যরাও।
সকালে শহরে পদযাত্রার পরে ক্লাবের সদস্যদের নিয়ে শিলিগুড়ি জংশন থেকে সুকনা পর্যন্ত ছুটবে টয় ট্রেন। চলন্ত ট্রেনেই হবে নানা অনুষ্ঠান। বিকেলে নেটওয়ার্কের উদ্যোগে সুকনায় একটি হোটেলে সমগ্র উত্তর পূর্বাঞ্চল, সিকিম, নেপাল ও ভুটানে পর্যটনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন যাঁরা, তাঁদের অভিনন্দিত করা হবে।
নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘শিল্প হিসাবে পর্যটন এখন সবচেয়ে বেশি কর্মসংস্থানের জোগান দিতে পারে। এমনকী, প্রত্যন্ত এলাকাতেও অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারে। ফলে সকলের নজর এখন পর্যটনেই।’
বিশ্ব পর্যটন দিবস পালনে সামিল হয়েছে শিলিগুড়ি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনও। এই অ্যাসোসিয়েশনটি আদতে শিল্পদ্যোগীদের সংগঠন হলেও সম্প্রতি ডুয়ার্সের কিছু রিসর্ট মালিকদের নিয়ে পর্যটন শাখা খুলেছে। সংগঠনের সম্পাদক সুরজিৎ পাল জানিয়েছেন, উত্তরবঙ্গের পর্যটন বিকাশে রাজ্য সরকারকে নানা প্রস্তাব পাঠিয়েছেন তাঁরা।
ওই সমস্ত প্রস্তাবের মধ্যে রাজস্থানের মতোই উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতেও উটের পিঠে পর্যটকদের ঘোরানো, সেবক থেকে গজলডোবা পর্যন্ত তিস্তা নদীতে র্যাফটিং, বনাঞ্চলে বেড়ানোর নানা প্রস্তাব রয়েছে।
প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো ক্লিক করুন এই সময় ডিজিটাল চ্যানেলে
https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A