Aadhaar Biometric Lock : বায়োমেট্রিক হাতিয়ে আর্থিক প্রতারণা, ‘হটস্পট’ কলকাতাকে বাঁচাতে অর্থ দফতরকে বার্তা পুলিশের – kolkata police writes finance department to take preventive measures on government website to stop aadhaar fraud


রাজ্যে একের পর পর এক আধার প্রতারণার ঘটনা ঘটছে। আধারের সঙ্গে দেওয়া বায়োমেট্রিক তথ্য ক্লোন করে খালি হচ্ছে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর এতেই ঘুম উড়েছে সাইবার ক্রাইম বিভাগের পুলিশের। বুধবার বাগুইআটির বাসিন্দা তুষারকান্তি মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাফল্য পায় কলকাতা পুলিশ। উত্তর দিনাজপুর জেলা থেকে দু’জনকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগে ব্যাঙ্ক প্রতারণা দমন শাখা। ব্যাঙ্ক জমা থাকা নাগরিকদের আমানতের সুরক্ষায় এবার আরও উদ্যোগী হল পুলিশ।

Biometric Fingerprint : জমি-ফ্ল্যাট রেজিস্ট্রিতেও ‘বায়োমেট্রিক’ প্রতারণার বিপদ! ওয়েবসাইট থেকেই আঙুলের ছাপ-আধার চুরি
গ্রাহদের তথ্য চুরি রোধে পদক্ষেপ কলকাতা পুলিশের

ধৃতদের প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে গ্রাহকদের আধার তথ্য পেত প্রতারকরা। সেখানেই লুকিয়ে জালিয়াতির ‘প্রাণ ভোমরা’। জমি-বাড়ি বা সম্পত্তির রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকের ব্যবহার করা আঙুলের ছাপ ও বায়োমেট্রিক তথ্যই ছিল প্রতারকদের ‘মূলধন’। কলকাতা পুলিশের তরফে রাজ্য অর্থ দফতরকে এই নিয়ে পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে।

Aadhar Fraud Case : আধার প্রতারণার ‘হাব’ রাজ্য! মোটা টাকা গায়েব করে কলকাতা পুলিশের জালে ২
কলকাতা পুলিশের আধিকারিকরা অর্থ দফতরকে জানিয়েছে, অবিলম্বে দলিল বা সম্পত্তির রেজিস্ট্রেশনে ব্যবহৃত আঙুলের ছাপ, বায়োমেট্রিক তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি যা wbregistration.gov.in ওয়েবসাইটে রয়েছে তা নিরাপদ করার বন্দোবস্ত করা হোক। একই সঙ্গে প্রতারণার ঝুঁকি কমাতে এই ধরনের অন্যান্য ওয়েবসাইটগুলির নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

আধার প্রতারণার অভিযোগে ঘুম উড়েছে পুলিশের

কলকাতা শহরের পাশাপাশি গোটা রাজ্যেই আধার বায়োমেট্রিক প্রতারণা বা AEPS জালিয়াতির ঘটনা ক্রমেই বাড়ছে। এই নিয়ে চিন্তায় রয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, কলকাতা পুলিশের কাছেই এখনও অবধি এই নিয়ে ৭০টি অভিযোগ জমা পড়েছে। জেলায় জেলায়ও পুলিশে অভিযোগের সংখ্যা ক্রমেই বাড়ছে। আধার কার্ড সংক্রান্ত তথ্য বিভিন্ন পাবলিক ডোমেনে সুরক্ষিত করার বন্দোবস্ত না করা হলে, এই ধরনের প্রতারণা বন্ধ করা কঠিন বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা।

Aadhaar Biometric Fraud : ফের বায়োমেট্রিক প্রতারণার ‘ছোবল’! অ্যাকাউন্ট থেকে কষ্টের টাকা উধাও রাজ্যের ব্যবসায়ীর
সতর্ক থাকতে পুলিশের পরামর্শ

পুলিশের তরফে আগেই এই নিয়ে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাহকদের m-Aadhaar মোবাইল অ্যাপে দিয়ে বায়োমেট্রিক তথ্য লক করার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে কোনও অজানা বা অচেনা নম্বর থেকে আসা ফোন ধরার বিষয়েও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কোনও অচেনা লিঙ্ককে ক্লিক করতে নিষেধ করা হয়েছে পুলিশের তরফে।

যে কোনও খবর সবার আগে দেওয়ার জন্য সদা প্রস্তুত এই সময় ডিজিটাল। আপনিও এক ক্লিকে জানুন দিনে বাছাই করা খবর। ফলো করুন : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *