Aadhar Biometric Lock Unlock: আধারের বায়োমেট্রিক তথ্যে বিপদ! অভিনব উপায়ে রায়গঞ্জ যুবকের অ্যাকাউন্ট নিঃশব্দে সাফ – raiganj youth account debited unknowingly using aadhar biometric information


ফের সাইবার প্রতারণা। আধার কার্ডের বায়োমেট্রিক হ্যাক করে এক যুবকের অ্যাকাউন্ট থেকে দুই দফায় লুঠ করা হল অর্থ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। ঘটনায় আতঙ্কের আবহ শহরজুড়ে। রায়গঞ্জ শহরের দেবীনগরের বাসিন্দা অমিত কর্মকার এই অসাধু চক্রের দ্বারা প্রতারিত হয়েছেন। অমিত পেশায় একজন বেসরকারি সংস্থার কর্মী। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ দফায় ২০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

Aadhaar Biometric Fraud : বায়োমেট্রিক জাল করে টাকা লোপাট, চোপড়ায় গ্রেফতার ৩

প্রতারিত যুবক জানান, তার একটি পিএনবি পলিসি রয়েছে। যার জেরে প্রতি মাসে তার অ্যাকাউন্ট থেকে পলিসির টাকা কাটা হয়। সে কারণে তিনি আগেভাগেই অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা জমা রেখেছিলেন। প্রতি মাসে পলিসির টাকা কাটার পর মেসেজ এলেও এ মাসে তেমন কোন বার্তা তিনি পাননি। যার কারণে সন্দেহ হয় তার। সম্প্রতি তিনি জানতে পারেন তার অ্যাকাউন্ট শূন্য থাকায় সংশ্লিষ্ট পলিসি থেকে ফাইন করা হয়েছে। তাহলে টাকা গেল কোথায়? এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে তিনি দেখতে পান আগেই দুই ধাপে কেউ টাকা তুলে নিয়েছে তার অ্যাকাউন্ট থেকে। বিষয়টি নজরে আসতেই মাথায় হাত পড়ে । প্রতারিত যুবকের অভিযোগ আধার কার্ডের বায়োমেট্রিক হ্যাক করেই এই কাণ্ড ঘটানো হয়েছে। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার পর তিনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার পর কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া বা ক্যাশলেশ ইন্ডিয়ার সমালোচনায় সরব হন অমিত বাবু।

Bank Loan Fraud Case : ব্যাঙ্ক লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ, বড়সড় পর্দাফাঁস বিধাননগরে

অপরদিকে, এই আধার প্রতারণা কাণ্ডকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই আধার লিঙ্ক এর মাধ্যমে একের পর এক প্রতারণার ঘটনার সামনে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন রায়গঞ্জ পুরসভার উপ-প্রশাসক তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি অরিন্দম সরকার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারকে প্রতারকের সরকার বলেও কটাক্ষ করেন অরিন্দম বাবু। পালটা তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি কেন্দ্রের শাসকদল BJP। এ বিষয়ে BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, এ ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত তৃণমূলের নেতা-কর্মীরাই।

Bank Fraud Case : ব্যাঙ্ক লোনের নামেও টাকা গায়েব! বড় প্রতারণা চক্রের পর্দাফাঁস, ধৃত ১০
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগ। প্রসঙ্গত, সম্প্রতি রায়গঞ্জের এক প্রসূতি চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার প্রতারণা। যার জেরে অ্যাকাউন্ট টাকা রাখতে গিয়ে বার বার ঢোক গিলছেন সাধারণ গ্রাহকরা। যদিও এই প্রতারণা চক্রের তদন্তে নেমে ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলার চোপড়া ও ইসলামপুর থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ এবং কলকাতা পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে এই চক্রে ব্যবহৃত একাধিক সরঞ্জামও। যদিও এই প্রতারণা চক্রের মূল পান্ডারা এখনও ধরা পড়েনি। কবে এই প্রতারণা বন্ধ হবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *