Abhishek Banerjee: অভিষেকের বাবা-মাকেও এবার তলব ED-র: সূত্র – enforcement directorate summoned abhishek banerjee family member says souces


স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এবার তাঁর বাবা মাকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বলে খবর। ইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা ও বাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ট্যুইট করা ছবিতে দেখা গিয়েছিল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে।

Abhishek Banerjee: প্রথম তলবেই ED-কে সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির খতিয়ান দিয়েছি: অভিষেক
সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে তাদের ভূমিকা ও কোম্পানির কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই লতা বন্দ্যোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়কে আগামী সপ্তাহে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারপতি অমৃতা সিংয়ের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত ডিরেক্টর ও কর্মীদের সম্পত্তির সমস্ত তথ্য সহ সমস্ত খতিয়ান জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। ইডি সূত্রের খবর, আগামী ৬ অথবা ৭ অক্টোবর অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হতে পারে৷ নিয়ে যেতে হতে পারে সম্পত্তির সমস্ত তথ্য।

Abhishek Banerjee News : অভিষেকের সম্পত্তির হিসেবে বিস্তর খামতি! লিপস অ্যান্ড বাউন্ডসের রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ বিচারপতি সিনহা
২৫ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ লিপস অ্যান্ড বাউন্ডসের সব ডিরেক্টর ও উচ্চ পদস্থ কর্মীদের সম্পত্তির খতিয়ান কোর্টে জমা দেয় ইডি। সেই খতিয়ান দেখে সন্তুষ্ট হননি বিচারপতি অমৃতা সিনহা। বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তত্ত্বে ফাঁক রয়েছে বলে মনে করেন তিনি। সেই নিয়ে ইডিকে ভর্ৎসনা করেন বিচারপতি সিনহা। অসম্পূর্ণ তথ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মনে হচ্ছে ইডিই তথ্য লুকোচ্ছেন। শুধু তাই নয়, ওই দিনের শুনানিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য চেয়ে পাঠান বিচারপতি অমৃতা সিনহা। এমনকী তিনি এও বলেন, ROC-র তথ্যের সঙ্গে বাস্তবে কোনও তথ্য বদল হলে তাও জানাতে হবে।

TMC Delhi Protest: দিল্লি অভিযানের জন্য আস্ত ট্রেন বুক তৃণমূলের, খরচ নিয়ে কটাক্ষ বিরোধীদের
অন্যদিকে, এদিন ফের ইডির সমন পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩ অক্টোবর তৃণমূলের দিল্লি ধরনার কর্মসূচির দিনই ফের ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন তৃণমূল সাংসদকে আরও এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির দিন কেন্দ্রীয় গোয়েন্দারা ডেকে পাঠানোয় ফের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব জোড়াফুল শিবির।
নিয়োগ দুর্নীতি মামলা থেকে কলকাতা হাইকোর্টের সমস্ত মামলা সংক্রান্ত সমস্ত আপডে়ট ও খবর পেতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *