২৩ অগাস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আনলাইনে আবেদন করা যাচ্ছিল। আর এই সময়ে বিপুল পরিমাণ আবেদন জমা পড়েছে মাত্র ৪৮০ পোস্টের জন্য। আর এর মধ্যে বহু উচ্চশিক্ষিতরাও রয়েছেন বলে জানা যাচ্ছে। ফুড সাব ইনসপেক্টর পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা থাকা প্রয়োজন মাধ্যমিক। ২০১৮ সালে শেষবার এই পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। এরপর প্রায় পাঁচ বছর পর ফের একবার নিয়োগ হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টর পদে।
এদিকে এরই মধ্যে দেশ তথা রাজ্যে থাবা বসিয়েছিল করোনাভাইরাস। সেই সময় বহু মানুষকে কর্মচ্যুত হতে হয়। স্বাভাবিকভাবেই চাকরির সুরক্ষা এবং সরকারি চাকরির নিরাপত্তা পাওয়ার জন্য নতুন প্রজন্ম এই সমস্ত সুযোগের প্রত্যাশা করছেন।
আর সেই কারণেই এই বিপুল আবেদনের হিডিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, ২০১৮ সালে শেষবার যখন এই পরীক্ষা হয়েছিল সেই সময় প্রায় ১১ লাখ আবেদনকারী সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে অনেকেই BA, MA ডিগ্রিধারী ছিলেন। এমনকী, প্রায় ১০ হাজার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীও আবেদন করেছিলেন এই পদের জন্য। পাশাপাশি ১১ লাখ আবেদনকারীর প্রায় ৮০ শতাংশের কাছে MA বা MSC স্তরের ডিগ্রি ছিল।
সূত্রের খবর, PSC পরীক্ষায় স্বচ্ছতার আশা করেন বেশিরভাগ আবেদনকারীই। সেক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার পথ সুগম হবে বলে মনে করছেন আবেদনকারীরা। প্রসঙ্গত, গত এক বছরে একাধিকবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমের।
উল্লেখ্য, ফুড SI নিয়োগের ক্ষেত্রে মাল্টিপল চয়েস উত্তরপত্রের কার্বন কপি যাঁরা পরীক্ষা দিচ্ছেন তাঁরা নিয়ে যেতে পারবেন। অন্যদিকে, উত্তরও পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। ফলে কোনও পরীক্ষার্থী কত নম্বর পেলেন তা তাঁরা নিজেরাই জানতে পারবেন। এক্ষেত্রে মাস্টিপল চয়েস প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় পাশ করার পর হবে ইন্টারভিউ রাউন্ড। সমস্ত ধাপগুলিতে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরেই মিলবে এই সরকারি চাকরি।
রাজনীতি থেকে খেলা, বিনোদন, রাজ্য, দেশ সব খবর মুহূর্তের মধ্যে পেতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A