Howrah Water Supply: পাম্প মেরামতি কারণে শুক্রবার দিনভর জল সরবরাহ বন্ধ হাওড়ায়, নোটিশ পুরসভার – water supply will be stop at 50 wards in howrah for repair work in water supply line


হাওড়া পুরনিগম এলাকায় জল সরবরাহ বন্ধ রাখার নোটিশ নগর নিগমের। শুক্রবার দিনভর হাওড়া পুর নিগমের বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ থাকবে জল সরবরাহ। হাওড়া পুর নিগমের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বি-গার্ডেনের পাম্প হাউসে জল তোলার পাম্প মেরামতি করার জন্য আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার সাড়ে বারোটা থেকে বন্ধ রাখা হবে জল সরবরাহ।

নির্দেশিকাতে জানানো হয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে বারোটা থেকে পরদিন ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল পাঁচটা অবধি হাওড়া পুর নিগমের অন্তর্গত ৫০ ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার সকাল ছয়টা থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে। পাম্প মেরামতির কাজের জন্যই জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত।

Vidyasagar Setu : পুজোর পরই দ্বিতীয় হুগলি সেতু সংস্কার, ৮ মাস আংশিক বন্ধ?
বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার দিনভর নির্জলা থাকবে হাওড়া ১ থেকে ৫০ নম্বর অর্থাৎ ৫০ টি ওয়ার্ড সম্পূর্ণ রূপে থাকবে নির্জলা। যাতে দিনভর জল পেতে অসুবিধা না হয় তাই সকালে রোজকার মতোই জল সরবরাহ করবে পুরসভা। ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যদি সকালে যখন জল আসবে তখন যদি বাড়তি বালতি, জল রাখার পাত্রে পরে ব্যবহারের জন্য অতিরিক্ত জল ধরে রাখেন তাহলে সমস্যা হবে না। কিন্তু, জল আগে থেকে ব্যবহারের জন্য তুলে না রাখা হলে এক টানা প্রায় ১৫ ঘণ্টা জল বন্ধ থাকলে সমস্যার মুখে পড়তে পারেন বাসিন্দারা। তবুও এই সমস্যার কথা ভেবে পুরসভার তরফে পানীয় জলের যোগানে ওই নির্জলা এলাকাগুলিতে গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানা গিয়েছে। তবে পাশাপাশি জলের গাড়ির জন্য অপেক্ষায় না থেকে নাগরিকদের আগে থেকে জলসংরক্ষণ করার জন্য প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে।

Hilsa Fish: সস্তা হবে পদ্মার ইলিশ? বাংলাদেশকে রফতানির সময় বাড়ানোর অনুরোধ
পাম্প মেরামতির জন্য সাময়িক নাগরিক দুর্ভোগ বা ভোগান্তি সুনিশ্চিত করবে ভবিষ্যতের অবিচ্ছিন্ন জল সরবরাহ পরিষেবা। এই লক্ষ্যে বি-গার্ডের পাম্পিং স্টেশনে অপরিশোধিত জল তোলার পাইপটি মেরামতির কাজ চলছে। ওই কাজের জন্যই শুক্রবার প্রায় সারাদিন জল আসবে না পুরসভার কলে। শনিবার ভোর থেকেই ফের স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা।

হাওড়া পুরনিগমের জল বন্ধের নোটিশ

দুনিয়া, দেশ ও রাজ্যের কোণায় কোণায় কোথায় কী হচ্ছে? তা সব থেকে দ্রুত জানতে এবং বিনোদন থেকে খেলার যে কোনও বড় শিরোনাম যাতে মিস না হয়ে যায় তার জন্য ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *