Mamata Banerjee : মমতাকে লাগাতার নিশানা অধীরের: শরতের উষ্মা প্রকাশ – ncp supremo sharad pawar advice congress and trinamool to bridge their distance


এই সময়, কলকাতা ও নয়াদিল্লি: রাজ্যে যতই বিরোধিতা থাক, জাতীয় স্তরে বর্তমানে দু’পক্ষই ‘ইন্ডিয়া’ জোটের সদস্য। ফলে রোজ একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার ভালো উদাহরণ তৈরি করছে না। সেজন্য বাংলায় কংগ্রেস এবং তৃণমূলকে নিজেদের দূরত্ব মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তিনি আরও স্পষ্ট করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর দল বা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে নিয়মিত কটাক্ষ এবং শাপ-শাপান্ত বন্ধ করারও পরামর্শ দিয়েছেন।

শরদের প্রস্তাব, অবিলম্বে এই তিক্ততা মিটিয়ে ফেলুক উভয় পক্ষ। অনেকটা একই সুরে প্রবীণ আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব কারও নাম না-করে বলেছেন, ‘বাংলার একজন কংগ্রেস নেতা দেখছি লাগাতার মমতাজিকে আক্রমণ করে চলেছেন। অবিলম্বে এটা বন্ধ করা উচিত।’ লালু কারও নাম না-করলেও তাঁর ইঙ্গিত অধীরের দিকেই বলে মত রাজনৈতিক মহলের। বিরোধী ‘ইন্ডিয়া’ শিবিরের দুই প্রবীণ নেতা শরদ ও লালুর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

Hooghly News : ব্যানারে মমতা-সেলিম-অধীর! INDIA জোটের ‘আজব’ পোস্টারে তুমুল জল্পনা
যতই ‘ইন্ডিয়া’র বেঙ্গালুরু বা মুম্বই সামিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক টেবিলে বৈঠক করেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা–বাংলায় সিপিএমের সঙ্গে একই সুরে নিয়ম করে তৃণমূলকে নিশানা করে চলেছেন অধীর। সে পঞ্চায়েত ভোটে হিংসাই হোক অথবা মুখ্যমন্ত্রীর স্পেন সফর–বিভিন্ন ইস্যুতে তৃণমূলনেত্রীকে কটাক্ষে বিঁধছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা।

রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্তের সময়ে মুখ্যমন্ত্রীর স্পেন সফর নিয়ে সোমবারই খোঁচা দিয়েছেন অধীর। মঙ্গলবার বিরোধী জোটের প্রবীণ নেতা শরদ বলেন, ‘আমরা দেখছি, অধীরের সঙ্গে মমতার সম্পর্ক ভীষণ তিক্ত। আর মমতাকে গালাগালি করার বদভ্যাস রয়েছে অধীরের। এটা মোটেই ভালো নয়। অবিলম্বে ওঁর এটা বন্ধ করা উচিত।’ যদিও এতে ‘ইন্ডিয়া’ শিবিরে কোনও প্রভাব পড়বে না বলেই মত শরদের।

Koustav Bagchi : ‘শুভেন্দু অচ্ছুৎ নন, ধৈর্য্য ধরুন…!’ কংগ্রেসের কৌস্তভের মন্তব্যে দলবদলের ইঙ্গিত?
অধীর অবশ্য বলেন, ‘আমি কখনও কাউকে অভিসম্পাত করি না। এটা আমার রুচি এবং নীতিবিরুদ্ধ। শরদজি প্রবীণ নেতা। মনে হয়, আমার ভাষা ঠিক বুঝতে পারেননি৷ এ ক্ষেত্রে আমার বলার কিছু নেই। শুধু এটুকু বলতে পারি, আমরা রাজ্যে প্রতিনিয়ত আক্রান্ত, অত্যাচারিত হচ্ছি। আমি তা প্রতিহত করার চেষ্টা চালাই। সেটা কারওর পছন্দ না হলে আমি নিরূপায়।’

Abhishek Banerjee : বাম বাদ, হাত ধরা হলে শুধুই কংগ্রেসের, নয়া সমীকরণ অভিষেকের
রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য, ‘শরদজি তো ঠিকই বলেছেন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে এক মঞ্চে কাজ করছেন, সেখানে অধীর চৌধুরী সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বি টিমের ভূমিকা পালন করছেন। এটা বিশ্বাসঘাতকতা। কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের এটা দেখা উচিত।’

ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *