Midnapore News : সংসারে শান্তি ফেরাতে বিশেষ পুজো পরিবারের, ঘাটালে সাধুবাবা নিলেন ১০০০০! তারপর… – ghatal family cheated with fake saint lost 10 thousand money


এই সময়, মেদিনীপুর: সাধুবাবার ‘অমোঘ’ নিদানে বিশ্বাস করে প্রতারিত ঘাটালের এক পরিবার। সংসারে শান্তি ফেরাতে ঘটে ১০ হাজার টাকা রেখে পুজো করতে বলেছিলেন ওই ভণ্ড সাধু। সরল মনে বিশ্বাস করে তাঁর কথা মতো কাজ করতে গিয়ে সেই টাকা খোয়ালেন দম্পতি। তবে শুধু ঘাটালের এই পরিবারটিই নয়, দাসপুর ও চন্দ্রকোণার একাধিক পরিবারে এ ভাবেই ফাঁদ পেতে প্রতারণার খবর মিলেছে। ওই ভণ্ড সাধুর খোঁজ শুরু করেছে পুলিশ।

Radha Ashtami: রাধাষ্টমীর পুজো শেষ হতেই উধাও রাধাকৃষ্ণের মূর্তি, অশনি আশঙ্কা কৃষ্ণগঞ্জে!
ঘাটালের রাধানগর এলাকার দাসপাড়ায় কয়েকদিন ধরে ওই সাধু ঘুরে বেড়াচ্ছিল। এলাকায় প্রচার করেছিল, সে নদিয়ার মায়াপুর থেকে এসেছে। তার ‘মায়া’য় ভুলে এক ব্যক্তি তাকে নিজের বাড়িতে আশ্রয়ও দেন। কয়েক দিনের মধ্যে গ্রামবাসীদের সঙ্গে মিশে ভালো ভালো কথা বলে সকলের বিশ্বাস অর্জন করে সে।

Mandarmani Murder Case : খুনের পর তরুণীর বাড়ি গিয়ে বাবা-মাকে সান্ত্বনা, মন্দারমণিতে লাবনী খুনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা বলে তাক লাগিয়ে দিত। এর পর বলত এক বিশেষ পদ্ধতিতে পুজো দিলেই সমস্যা মিটবে। বাড়ির ঘটে ১০ হাজার টাকা রেখে পুজো করার সেই দাওয়াইয়ে সহজেই বিশ্বাস করে ফেলতেন সকলে। তেমন ভাবেই বিশ্বাস করে তাঁর কথা মতো পুজো করেন ওই দম্পতি।

Bank Loan Fraud Case : ব্যাঙ্ক লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ, বড়সড় পর্দাফাঁস বিধাননগরে
সাধু বলে, পুজোর শেষে ২১ দিন পর্যন্ত ঘট ছোঁয়া চলবে না। এর পর পাশের গ্রাম থেকে ঘুরে আসার কথা বলে চম্পট দেয় সে। সাধু আর ফিরে না আসায় সন্দেহ হয় পরিবারের। ঘট খুলে দেখা যায়, গায়েব টাকা। প্রতারিত মনসা দাস, লালু দাস, সুনীল দাসদের পরিবার পুলিশের দ্বারস্থ হয়।

এক ক্লিকেই পেয়ে যান বিনোদন, দেশ, বিদেশ, রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত প্রকার খবরে আপডেটেড: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *