Saumitra Khan News : ‘MLA টিকিট বিক্রি করা চোর’, BJP সাংসদের বিরুদ্ধে পোস্টার, রাজ্যে শোরগোল – saumitra khan bjp mp allegedly took money for mla ticket chor poster spread


এবার বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে পোস্টার পড়ল বাঁকুড়ায়। বৃহস্পতিবার গঙ্গাজলঘাটি এলাকায় সৌমিত্রের নামে পড়া ‘চোর’ পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে সাদা কাগজের উপর কোথাও লেখা ‘বিষ্ণুপুর বিধানসভা এলাকার MLA টিকিট বিক্রি করা সৌমিত্র খাঁকে দূর হঠাও’, কোথাও আবার লেখা ‘চোর সৌমিত্র খাঁ, চরিত্রহীন MP দূর হঠ।’ এই পোস্টারকে কেন্দ্রে করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তবে রাতে অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগালো বিষয়টি এখনও কারও কাছে স্পষ্ট নয়।

BJP Protest : শালতোড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষের বিরুদ্ধে হুংকার BJP কর্মীদের
গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বাঁকুড়া জেলা BJP। সম্প্রতি জেলা বিজেপির সদর দফতরে কর্মীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন বাঁকুড়ার BJP সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। জেলা কার্যালয়ে তাঁকে দীর্ঘ দু’ঘণ্টারও বেশি সময় তালা বন্ধ করে আটকে রাখেন বিজেপি কর্মীরা। পুলিশ গিয়ে তালা ভেঙে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করে। সেই বাঁকুড়ার আরেক বিজেপি সাংসদের নামে ‘চোর’ পোস্টার পড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের কোনও প্রতিক্রিয়া এখনও অবধি মেলেনি।

Coochbehar News : চাকরির নামে লাখ লাখ টাকা আদায়! পুলিশের জালে BJP ঘনিষ্ঠ শিক্ষক
যদিও এই পোস্টার বিতর্কে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে BJP। গঙ্গাজলঘাটি ব্লক এলাকার বিজেপি নেতা রাজু তিওয়ারি সরাসরি তৃণমূলকে নিশানা করেছেন। তিনি বলেন, ‘তৃণমূল নোংরা রাজনীতি করছে। সৌমিত্র খাঁয়ের বদনাম করার জন্য তৃণমূল এই কাজ করছে। কিন্তু এইসব করে কোনও লাভ হবে না।’

অন্যদিকে এই ঘটনা বিজেপির গোষ্ঠীকোন্দলের দিকেই আঙুল তুলেছে তৃণমূল। বড়জোড়ার বিধায়ক ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন, ‘সৌমিত্র খাঁ এমন কোনও ব্যক্তি নন যে অকারণে ওঁর পিছনে আমরা লাগতে যাব। বাঁকুড়ার বিজেপি গোষ্ঠীকোন্দলে খারাপ অবস্থায় রয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। তৃণমূল এর সঙ্গে যুক্ত নয়।’

Iskcon Kolkata : BJP সাংসদের ‘প্রতারক’ মন্তব্যে চড়া সুর! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা Iskcon-এর
উল্লেখ্য, এর আগেও বাঁকুড়ায় বিক্ষোভের মুখে পড়েন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তাঁকে ঘিরে ওঠে চোর স্লোগানও। সম্প্রতি কোতলপুর বিষ্ণুপুরের বিধায়কের গাড়ি ধাওয়া করা হয়। চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে বিজেপি সাংসদের বিরুদ্ধে। দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি সাংসদের গাড়ি ঘেরাও করে কয়েকজন। তাদের ঘিরে ‘চোর’ স্লোগানও ওঠে। যদিও টাকা নিয়ে চাকরি দেওয়ার যাবতীয় অভিযোগ অস্বীকার করেন বিজেপি সাংসদ। গোটা ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছেন তিনি। এবার এই পোস্টার নিয়ে সৌমিত্র কোনও প্রতিক্রিয়া দেন কি না, সেটাই দেখার।

এই সময় ডিজিটালের চ্যানেল ফলো করতে ক্লিক করুন এই লিঙ্কে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *