Uttar 24 Pargana : ঘুরে ফেরার পথে প্রেমিকার সঙ্গে ঝগড়া, গঙ্গায় ঝাঁপ যুবকের! তোলপাড় জগদ্দল – jagaddal man jumps into ganga river after quarrelling with his girlfriend


আচমকা মাঝ গঙ্গায় ঝাঁপ যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার জগদ্দলে। প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ওই যুবক মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়েছে বলে জানা গিয়েছে। জগদ্দল ফেরি ঘাট এবং চন্দননগর গঙ্গা ঘাটের মাঝখানে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ প্রমোদ চৌধুরী (২২) নামে ওই যুবক। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

Dalit Assault Incident : দেড় হাজার ঋণের জন্য দলিত মহিলাকে অত্যাচারের অভিযোগ, নগ্ন করিয়ে বেধড়ক মার-মুখে প্রসাব
জানা গিয়েছে, প্রমোদ চৌধুরী ও সতীশ পাশওয়ান দুই বন্ধু তাঁদের বান্ধবীদের নিয়ে চন্দননগর ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় প্রমোদের সঙ্গে তাঁর প্রেমিকা ঝগড়া বাঁধে। বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে। তারপরই আচমকা প্রমোদ চৌধুরী মাঝ গঙ্গায় ঝাঁপ দেয় বলে জানা গিয়েছে। বন্ধুকে ঝাঁপ দিতে দেখে অবাক হয়ে যান সতীশ। বন্ধুকে বাঁচাতে তিনি মাঝ গঙ্গায় ঝাঁপ দেন। কিন্তু প্রমোদকে উদ্ধার করতে পারেননি সতীশ।

Uttar 24 Pargana News : ক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা-গলাকাটা তরুণীর দেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখও
নিখোঁজ যুবকের বাড়ি জগদ্দল আর্যসমাজ এলাকার সুগিয়াপাড়াতে। এই মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী গঙ্গায় জোর তল্লাশি অভিযান চালাছে। তবে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি ওই যুবককে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। হঠাৎ কি কারণে মাঝ গঙ্গা থেকে ওই যুবক ঝাঁপ দিল সেই বিষয়েও পুলিশ সবদিক খতিয়ে দেখছে। প্রমোদের বন্ধু সতীশকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নিখোঁজ যুবকের মাসি রেখা চৌধুরী বলেন, ‘লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছে প্রমোদ। কিন্তু একর্তৃপক্ষের তরফে তাঁকে বাঁচানোর জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এখন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা আমার বোনের ছেলেকে খোঁজার চেষ্টা করছে। আদৌ সে বেঁচে রয়েছে কি না, আমরা জানি না।’

Murshidabad News : গয়নার লোভে শিশুকে শ্বাসরোধ করে ভাসানো হল গঙ্গায়, গ্রেফতার প্রতিবেশী মহিলা
অন্যদিকে সতীশের মা বলেন, ‘আমার ছেলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রমোদকে বাঁচানোর জন্য গঙ্গায় ঝাঁপ দিয়েছিল। কিন্তু সে খুঁজে পায়নি। পুলিশকেও আমার ছেলেই প্রথম খবর দেয়। কিন্তু তাঁকে পুলিশ এখনও আটকে রেখেছে। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। কী কারণে পুলিশ এখনও তাঁকে আটকে রেখেছে বুঝে উঠতে পারছি না। কিন্তু আমার ছেলে কিছুই করেনি। সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাঁর বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেছিল।’

দিনের সব থেকে বড় খবর হোক বা খেলার আপডেট, জেনে নিন সব কিছুর বিস্তারিত তথ্য। ফলো করুন এই সময় ডিজিটালের চ্যালেন। রইল লিঙ্ক https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *