WB Works Department : রাস্তা-সেতু সারাতে বরাদ্দ ৪০০০ কোটি – 4000 crores allocated to the department of works to repair dilapidated roads and bridges in west bengal


সুপ্রকাশ মণ্ডল

বর্ষা ফুরোলে বেহাল রাস্তা সারাই নিয়ে রাজ্য জুড়ে এক গুচ্ছ প্রকল্পের পরিকল্পনা নিয়েছে পূর্ত দফতরের। সম্প্রসারণ, সংস্কার ও নির্মাণ মিলিয়ে মোট ২ হাজার ২৮২ কিমি রাস্তার কাজ হবে। মোট খরচ হবে ৪ হাজার ২০৩ কোটি টাকা। এর মধ্যে রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তাও রয়েছে। তৈরি হবে নতুন কিছু সেতুও। সাম্প্রতিক সময়ে একসঙ্গে এত বড় অঙ্কের প্রকল্প হাতে নেয়নি পূর্ত দফতর।

এরই পাশাপাশি এবার থেকে বেহাল রাস্তা কিংবা কাজের মান নিয়েও সরাসরি হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যাবে পূর্ত দফতরের মোবাইল নম্বরে। দীর্ঘদিন ধরেই বেহাল সড়ক নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। কোথাও রাস্তা খারাপ তো কোথাও নতুন করে রাস্তা তৈরির দাবি। আবার কিছু ক্ষেত্রে রাস্তা সম্প্রসারণের দাবিও রয়েছে। জনপ্রতিনিধি বা স্থানীয় প্রশাসনের কাছে এই দাবিগুলি জমা পড়েছে।

PWD Helpline : বেহাল রাস্তার অভিযোগ জানাতে নয়া হেল্পলাইন! পুজোর আগেই উদ্যোগী নবান্ন
আবার কিছু ক্ষেত্রে জেলা সফরের সময়ে মুখ্যমন্ত্রীর কাছে রাস্তা মেরামত বা সেতুর আবেদন জমা পড়ে। কিছু ক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরেও রাস্তা মেরামতি বা সেতুর আবেদনপত্র জমা পড়েছিল। সূত্রের খবর, সেই আবেদন ও দাবিপত্র যাচাই করে অগ্রাধিকারের ভিত্তিতে মোট ২৬২টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পূর্তমন্ত্রী পুলক রায় বলেন, ‘প্রকল্পগুলি চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব শিগগিরই টেন্ডার প্রকাশ হবে। বর্ষা মিটলেই রাজ্য জুড়ে কাজ শুরু হয়ে যাবে।’

গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলি নতুন প্রকল্পের তালিকায় রয়েছে, তার মধ্যে রয়েছে, বীরভূমের বোলপুর-কঙ্কালীতলা, ডুয়ার্সের চ্যাংড়াবান্ধা-মাথাভাঙা, বাঁকুড়া জেলা সদর থেকে তালডাংরা, হুগলির মগরা-পাণ্ডুয়া। দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাও সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের কিছু রাস্তা নতুন করে তৈরি করা হবে।

Chakla Dham : চাকলা মন্দিরের ভক্ত সম্মেলন নিয়ে বৈঠক
মেরামতির তালিকায় রয়েছে কমবেশি সব জেলারই একাধিক রাস্তা। রাজ্যে বেশ কয়েকটি জায়গায় নতুন করে সেতু তৈরির দাবি ছিল। এবার সেই সমস্যা মিটবে বলেও পূর্ত দফতর সূত্রে খবর। এছাড়া বেহাল রাস্তা নিয়ে নাগরিকদের অভিযোগ জানাতে পূর্ত দপ্তরের হেল্পলাইনটি নতুন ভাবে চালু করা হচ্ছে। বেহাল রাস্তার ছবি-সহ বিস্তারিত তথ্য জানিয়ে অভিযোগ হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করলে এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস কর্তৃপক্ষের।

Nadia News : পঞ্চায়েতের ভরসায় বছর পার, গ্যাঁটের কড়ি দিয়ে রাস্তা মেরামতি গ্রামবাসীদের
১ অক্টোবর থেকে হেল্পলাইন নম্বর চালু হবে। তবে পূর্ত দফতরের তরফে আগেও হেল্পলাইন নম্বর চালু করা হলেও দীর্ঘদিন ধরে তা অকেজো হয়ে রয়েছে। সেই কারণে নতুন হেল্পলাইন নম্বরে আসা অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য পূর্ত বিভাগের আধিকারিক ও কর্মীদের নিয়ে বিশেষ দল তৈরি করা হচ্ছে। অভিযোগ এলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে তা পাঠিয়ে দেওয়া হবে।

সমস্ত ব্রেকিং নিউজ, আপডেট পেতে এই সময় ডিজিটাল চ্যানেলে ক্লিক করুন https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *