তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, ২ ও ৩ অক্টোবর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিল্লিতে দলের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন। একই সঙ্গে বিজেপি ও কেন্দ্রের মোদী সরকারের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
এক্স হ্যান্ডেলে (টুইটার) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, ‘বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে। এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। ক্রমাগত বিভিন্নভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেও কোনও লাভ হবে না। বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াই থেকে আমাকে বিরত করার মতো কোনও শক্তি এই পৃথিবীতে নেই দিল্লি। ২ ও ৩ অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক।’
অভিষেকের এই সিদ্ধান্ত নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ এই সময় ডিজিটালকে বলেন, ‘এটা তো নিয়োগ দুর্নীতির সাক্ষীর মামলা নয়। এটা লিপস অ্যান্ড বাউন্ডসের মামলা। মঙ্গল ওঁর কাজ থাকতেই পারে। বুধবার যাবেন বলে চিঠি দিতে পারতেন। আসলে গ্রেফতারির ভয়ে তিনি যেতে চাইছেন না। এখন ওঁর ব্যাপার। গেলে ভালো, না গেলে আরও ভালো।’
বিস্তারিত আসছে…