জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা (Dakshin 24 pargana) জেলার নামখানা ব্লকের অন্তর্গত দক্ষিণচন্দনপিড়ি এলাকার বাসিন্দা স্বপন। বৃহস্পতিবার কয়েকজন বন্ধুকে নিয়ে ওই যুবক কালিস্থান দ্বীপে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেই সময়ই বিরাট আকৃতির ওই কাঁকড়াটি ধরেন স্বপন। তারপর সেটিকে বিক্রি করে দেন তিনি।
চন্দনপিড়ির বিবেকানন্দ মোড় বাজারে পঞ্চানন খাটুয়া নামে এক কাঁকড়া ব্যবসায়ীর কাছে কাঁকড়াটিকে বিক্রি করেন স্বপন। পঞ্চানন খাটুয়া নামে ওই কাকড়া ব্যবসায়ী বিশালাকৃতির সেই কাঁকড়াটিকে আজ নামখানার নারায়নপুর বাজারে জয় মা তারা কাঁকড়া আড়তে বিক্রি করেন। ওই কাঁকড়া ব্যবসায়ী পঞ্চানন খাটুয়ার সঙ্গে কথা বলে জানা যায়, দাঁড়িপাল্লায় বিশাল আকৃতির ওই কাঁকড়াটির ওজন উঠেছে ১ কিলো ৯৫০ গ্রাম। সেই কাঁকড়া ৩ হাজার ৪০০ টাকা বিক্রি হয়েছে। ওই আড়তের অধিকাংশ ব্যবসায়ীদের দাবি, আগে এত বড় আকৃতির কাঁকড়া তাঁরা কখনওই দেখেননি।
পঞ্চানন খাটুয়া নামে ওই কাঁকড়া ব্যবসায়ী বলেন, ‘চন্দনপিড়ির বিবেকানন্দ মোড় বাজার থেকে এই কাঁকড়াটি আমি কিনে এনেছি। স্থানীয় যুবক স্বপন ও তাঁর বন্ধুরা কাঁকড়াটিকে ধরেছেন। ১ কেজি ৯৫০ গ্রাম ওজন উঠেছে এই কাঁকড়ার। ৩৪০০ টাকা এই কাঁকড়া বিক্রি করা হয়েছে। আমরা এতদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু এর আগে এত বড় কাঁকড়া দেখিনি।’
দীনেশ মজুমদার নামে এক ক্রেতা বলেন, ‘আমি ছোটোবেলা থেকে মাছ ও কাঁকড়ার ব্যবসা করি। এই বাজারেও আনাগোনা দীর্ঘদিনের। কিন্তু আগে কোনওদিন এত বড় কাঁকড়া দেখিনি। বিরাট বড়ো সাইজের কাঁকড়া দেখে প্রথমেই অবাক হয়ে গিয়েছিলাম। শুনেছি এই কাঁকড়া ৩৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। আরও দামে খুচরো বাজারে বিক্রি হবে এই কাঁকড়া।’
দিনের বাছাই করা সেরা খবর ও প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল। জয়েন করুন চ্যানেল। ক্লিক করুন এই লিঙ্কে https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A