অবশেষে মুম্বইয়ে শেষ গণেশ পুজো। বৃহস্পতিবার দিনভর চলে বিসর্জন। গণেশ পুজোর বিসর্জন শেষ হতেই শুরু হয়েছে সাফাই অভিযান। মুম্বইয়ে সৈকতে সাফাই অভিযানে হাত লাগালেন মহিমা মাকওয়ানা। অভিনেত্রী সবার উদ্দেশে পরিবেশকে পরিষ্কার রাখার বার্তাও দিলেন। সাফাই অভিযানকে সামনে রেখে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অনুষ্ঠানে সামিল হতে দেখা গিয়েছে রাজকুমার রাও, মানুষী চিল্লারকেও। এছাড়াও বহু তারাকারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গণপতি বিসর্জনের পর সৈকত সাফাই অভিযান সামিল তারকারা। বিনোদন সম্পর্কিত আরও ভিডিয়ো পেতে আপনাদের সর্বদা নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.