Kalayani AIIMS: কল্যাণী AIIMS হাসপাতালে নিয়োগ দুর্নীতির অভিযোগ, ফের CID-এর জিজ্ঞাসাবাদের মুখে BJP বিধায়ক – bjp mla bankim ghosh faced cid interrogation in kalyami aiims recruitment scam case


কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিতে ফের সিআইডি-এর জিজ্ঞাসাবাদের মুখে চাকদার BJP বিধায়ক বঙ্কিম ঘোষ। পঞ্চায়েত ভোটেই আগেই তাঁকে তলব করেছিল সিআইডি। ২৯ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবারও ফের তাঁকে তলব করা হয়। সেই মতোই এদিন সকাল সাড়ে দশটায় ভবানী ভবনে হাজির হন তিনি। প্রায় সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে বলে খবর। এর আগে এই মামলায় যদিও হাজিরা এড়িয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, কল্যাণী AIIMS-এ চাকরি দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে BJP নেতাদের বিরুদ্ধে। BJP-র দুই সাংসদ, বিধায়ক সহ মোট ৮ জনের নামে স্বজনপোষণ করে পরিবারের লোকেদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত মাসেই কল্যাণী থানায় FIR দায়ের হয়েছে। BJP সাংসদ, বিধায়ক সহ ৮ জনের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি-রোধ আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর।
Coochbehar News : চাকরির নামে লাখ লাখ টাকা আদায়! পুলিশের জালে BJP ঘনিষ্ঠ শিক্ষক
অভিযুক্তদের তালিকায় রয়েছেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ আরও ৮ BJP নেতা। অভিযোগ, এঁরা প্রত্যেকেই প্রভাব খাটিয়ে কল্যাণী AIIMS-এ নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন। এঁদের মধ্যে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা মেয়ে মৈত্রী দানা এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষ বর্তমানে AIIMS চাকরি করছেন। তাদের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়োগ সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় তথ্য তুলে ধরে দাবি করা হয়, নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন নীলাদ্রি কন্যা। যার মাসিক বেতন ৩০ হাজার টাকা।

Saumitra Khan News : ‘MLA টিকিট বিক্রি করা চোর’, BJP সাংসদের বিরুদ্ধে পোস্টার, রাজ্যে শোরগোল

উল্লেখ্য, এই এইমস দুর্নীতি মামলায় বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডির বিশেষ টিম। গত বছর জুলাইয়ে BJP বিধায়ক বঙ্কিম ঘোষের হরিণঘাটার বাড়িতে তল্লাশি চালানো হয়। একাধিক বার সিআইডি-এর বিশেষ টিম হানা দেয় বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতেও। কল্যাণী AIIMS-এ বেআইনি নিয়োগের অভিযোগ নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এই নিয়োগ দুর্নীতির জট ছাড়ানোর জন্য সিবিআই তদন্তের আর্জি খারিজ করে CID-র হাতে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট।

BJP Bengal Bankura : BJP ছেড়ে TMC-র পথে হরকালী? মুখ খুললেন বাঁকুড়ার গেরুয়া বিধায়ক
প্রতি মুহূর্তের খবরের তাজা আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *