Kharagpur Dacoity: ডাকাতির পর ধান জমিতে লুকিয়েও হল না শেষরক্ষা, ড্রোন উড়িয়ে ‘মিশন ইমপসিবেল’-এ সাফল্য পুলিশের – kharagpur police arrests two dacoits who were involved in kharagpur dacoity


রেল শহর খড়গপুরের গোলবাজারের একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এক ঘণ্টা পেরতে না পেরতেই অ্যাকশন। পুলিশি তৎপরতায় জালে ডাকাত দলের সদস্যরা। রীতিমতো গায়ে কাঁটা দেওয়া বলিউডি সিনেমার চেজিং সিনের মতো ডাকাতদের ধাওয়া করে ধরে খড়গপুর পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ডাকাত দলের ২ সদস্যকে পাকড়াও করা হয়েছে। শুক্রবার সকালে ডাকাতি করার পর ডাকাত দলটি খড়গপুর শহর থেকে বেরিয়ে কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়ক ধরে লোধাশুলির দিকে রওনা দেয় । পরিকল্পনা ছিল , বাংলার সীমান্ত পেরিয়ে ওড়িশায় ঢুকে গা ঢাকা দেবে তারা। কিন্তু, রাজ্যের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই জাল বিছিয়ে ডাকাতদের পাকড়াও করল পুলিশ।

Kharagpur Incident: ফের টার্গেট সোনার দোকান! রেল শহরে ডাকাতি, বাধা পেয়ে এলোপাথারি গুলি
জানা গিয়েছে, গোলবাজারের ডাকাত দলকে ধাওয়া করে খড়গপুর থানার পুলিশ । ফেকো মোড়ের কাছে জাতীয় সড়ক থেকে বাঁদিকে ঢুকে পড়ে ডাকাত দলের গাড়ি । গোপীবল্লভপুর হয়ে ওড়িশার দিকে চম্পট দেওয়ার জন্য রওনা দিয়েছিল । ঝাড়গ্রাম জেলা পুলিশ গোপন সূত্রে সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বেলিয়াবেড়া থানার অন্তর্গত রান্টুয়া এলাকায় বিশাল পুলিশ বাহিনী দিয়ে ব্যারিকেড তৈরি করে ।

Hooghly News : টিভি-ফ্রিজের দোকানের শাটার ভেঙে ডাকাতির চেষ্টা! চুঁচুড়া থেকে গ্রেফতার ২ দুষ্কৃতী
একটি সাদা রঙের স্করপিও গাড়িতে করে ডাকাত দলটি রান্টুয়া এলাকায় পৌঁছতেই সামনে বিশাল পুলিশ বাহিনী দেখে গাড়ি ছেড়ে দৌড় লাগায় তারা । তাদেরকে ধরার জন্য ধাওয়া করে পুলিশ । ডাকাত দলের কয়েকজন পালিয়ে বেলিয়াবেড়া থানার অন্তর্গত পাইকামবি এলাকায় ধান জমিতে লুকিয়ে পড়ে। ড্রোন উড়িয়ে ধান জমি থেকে খুঁজে বার করা হয় অভিযুক্তদের। সেখান থেকে বার করে ডাকাত দলের ২ সদস্যকে পাকড়া করে পুলিশ।

Bardhaman News : ফের দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যু! স্কুল যেতে গিয়ে প্রাণ হারাল ভাই, আহত বোন
পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, স্করপিও গাড়িতে মোট ৫-৬ জন ছিল । পুলিশের ব্যারিকেড দেখেই তারা গাড়ি ছেড়ে পালিয়ে যায় । ২ জনকে পাকড়াও করা হলেও বাকি ৪ জনের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে । বেলিয়াবেড়া থানা, গোপীবল্লভপুর থানা সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানা থেকে বিশাল সংখ্যক পুলিশ দিয়ে চলছে এই তল্লাশি । ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন,’অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার ) কল্যাণ সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষের নেতৃত্বাধীন পুলিশ টিম ডাকাত দলের ২জনকে গ্রেফতারের করেছে । বাকিদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *