Kolkata Traffic Details : অবরুদ্ধ হাওড়া ব্রিজ, একাধিক রাস্তায় স্তব্ধ ট্রাফিক! কোন কোন রাস্তা এড়িয়ে চলার পরামর্শ পুলিশের? – kolkata traffic police lalbazar control room shares details of friday citys traffic update


শুক্রের সকাল থেকেই মেঘলা আকাশ। তা সত্ত্বেও ভ্যাপসা গরমে দাপট অব্যাহত। এই অবস্থায় মিছিল, মিটিং ও একাধিক কর্মসূচি পথ চলতি সাধারণ মানুষ ও অফিস যাত্রীদের ভোগান্তি বাড়বে। এদিন সকাল ৮টা আদিবাসী সংগঠনের একটি মিছিল শুরু হয়েছে। তাদের গণ ডেপুটেশন কর্মসূচি রয়েছে। সেই কারণে অবরুদ্ধ শহরের একাধিক গুরুত্বপূর্ণ। চরম হয়রানির মুখে নিত্যযাত্রী ও সাধারণ মানুষ।

দিনভর মিছিল-মিটিংয়ে ভোগান্তি, কোথায় কেমন থাকবে ট্রাফিক?

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার ট্রাফিক পুলিশের তরফে জানানো শহর কলকাতায় এই মুহূর্তে বড় কোনও দুর্ঘটনার খবর নেই। অধিকাংশ অংশে ট্রাফিক স্বাভাবিক হলেও বেশ কিছু রাস্তায় চরম যানজট রয়েছে। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, আদিবাসী সংগঠনের মিছিল ও গণ বিক্ষোভ হাওড়া থেকে আরআর এভিনিউ অবধি আসবে। সেই কারণে হাওড়া ব্রিজ, স্ট্যান্ড রোড ও মহাত্মা গান্ধী রোডের ট্রাফিকের উপর প্রভাব পড়েছে। এই রাস্তাগুলিতে যানজট রয়েছে বলে জানা গিয়েছে।

Traffic Update Kolkata : বৃষ্টির মাঝেই হাওড়া-শিয়ালদায় মিছিল, সপ্তাহের প্রথম কাজের দিনেই কলকাতায় যানজট?
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ অটো রিকশ মিছিল রয়েছে। সেই কারণে মৌলালি, এজেসি বোস রোড, শিয়ালদা ফ্লাইওভার, সূর্য সেন স্ট্রিট, এপিসি রোড, কাইজার স্ট্রিট, নারকেলডাঙা মেইন রোড, ফুলবাগান, সিআইটি রোড, বেলেঘাটা মেইন রোড, ক্যানাল ইস্ট রোড, রাসমণি বাগান লেনসহ একাধিক রাস্তায় যানজট দেখা দিতে পারে।

Kolkata Traffic Update Live : বৃষ্টির ভোগান্তির মাঝেও শহরে সমাবেশ! কোন রাস্তা এড়াবেন? জানুন শুক্রের ট্রাফিক আপডেট
ট্রাফিক পুলিশের পরামর্শ

কলকাতা ট্রাফিক পুলিশ অফিসযাত্রী ও সাধারণ মানুষকে আরআর অ্যাভিনিউ, স্ট্যান্ড রোড ও মহাত্মা গান্ধী এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তার বদলে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহারের কথা বলা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, সকালে বন্ধ থাকলেও হাওড়ার দিকে যান চলাচল এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে হাওড়া থেকে কলকাতামুখী রাস্তা এখন ধীর গতিতে যানবাহন চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *