Kunal Ghosh News : স্পেনের পর আমেরিকা যাওয়ার আর্জি আদালতে, কেন বিদেশ সফর? মুখ খুললেন কুণাল – kunal ghosh gets permission to visit america after spain


সম্প্রতি লগ্নি টানার জন্য স্পেনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসঙ্গী হয়েছিলেন কুণাল ঘোষ। স্পেনের পর এবার আমেরিকায় যেতে চান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। অনুমতি চেয়ে তিনি দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের। তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

কেন আমেরিকা যেতে চান কুণাল ঘোষ?
তৃণমূলের মুখপাত্র বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে আবেদনে জানিয়েছিলেন, তাঁর ছেলে বর্তমানে সেখানেই পড়াশোনা করছে। আর ছেলেকে দেখতে যাওয়ার জন্য তিনি আমেরিকাতে যেতে চান। ইতিমধ্যেই আদালত অনুমতি দিয়েছে তাঁকে। ফলে আমেরিকা যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন তিনি।

Kunal Ghosh : অভিষেকের সম্পত্তি নিয়ে ‘বিকৃত প্রচার’, পুরোটাই ‘পরিকল্পনা’ দাবি কুণালের
উল্লেখ্য, সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। তাঁকে কয়েকদিন জেলেও থাকতে হয়েছিল। এরপর শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। আর জামিনের শর্ত অনুযায়ী, বিদেশ সফরের জন্য আদালতের থেকে অনুমতি নিতে হবে কুণাল ঘোষকে। আর সেই মোতাবেক আবেদন জানিয়েছিলেন তিনি।

কবে আমেরিকায় যাচ্ছেন কুণাল ঘোষ?

এই প্রসঙ্গে এই সময় ডিজিটাল-এর তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে কুণাল ঘোষ বলেন, “আমি কবে আমেরিকায় যাচ্ছি তা এখনও নিশ্চিত নই। কারণ, এই মুহূর্তে আমি ভিসার জন্য আবেদন করেছি। সেই মোতাবেক দিনক্ষণ নির্ধারিত করা হবে।”

Kunal Ghosh: ‘মশা অবুঝ প্রাণী…জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সচেতন করা যায় না’, ডেঙ্গি পরিস্থিতি কুণালের মন্তব্য ঘিরে হইচই
আমেরিকা সফরের হেতু নিয়েও মুখ খুলেছেন তিনি। এই তৃণমূল নেতা বলেন, “আমার ছেলে আমেরিকায় পড়াশোনা করছে। পিএইচডি করছে ও। ফলে এটা একটা কারণ। পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। একেবারে ব্যক্তিগত সফর।”

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর বাণিজ্য সম্মেলনে স্পেনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রাজ্যের একটি প্রতিনিধি দলও গিয়েছিল। কিন্তু, সারদা মামলা বর্তমানে বিচারাধীন। সেক্ষেত্রে তাঁর বিদেশ সফর নিয়ে আপত্তি তুলেছিল CBI। যদিও কলকাতা হাইকোর্ট সেই আপত্তি খারিজ করে দিয়েছিল। আদালত জানিয়েছিল, বিদেশযাত্রা যে কোনও ব্যক্তির মৌলিক অধিকারের মধ্যে পড়ে।

Abhishek Banerjee Recruitment Scam : অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের! নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তিতে তৃণমূলের ‘নম্বর টু’
সেই সময় বিচারপতি জয়মাল্য বাগচি এবং গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা প্রমাণিত হয়নি। সেক্ষেত্রে তাঁর বিদেশযাত্রা ঠেকানো যায় না। পাশাপাশি কুণাল ঘোষ যদি বিদেশে যান সেক্ষেত্রে তদন্তে কী ক্ষতি হবে সেই প্রসঙ্গে পর্যাপ্ত তথ্য দেয়নি CBI। এরপরেই স্পেন সফরের অনুমতি পান তিনি। এবার আমেরিকায় যাওয়ার জন্যও আদালতের তরফে অনুমতি পেয়েছেন কুণাল ঘোষ।

যাবতীয় টাটকা খবর এবং ভিডিয়ো দেখার জন্য ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *