Shobhabazar Thakur Dalan Durga Puja : শোভাবাজারের ঠাকুরদালানে উমা-আরাধনার দু’কালের গপ্পো – history of shobhabazar thakur dalan durga puja


জয়ন্ত সাউ

সে কতকাল আগের কথা, কারও মনে নেই। আবছা আবছা স্মৃতি হয়তো প্রবীণ সদস্যদের কারও কারও রয়েছে। তা থেকে চুঁইয়ে এসেছে এ প্রজন্মের কাছে। আর এ কালের কাহিনিগুলো তো টাটকা। এমনই সব কাহিনি, আখ্যান নিয়ে কাল, শনিবার শোভাবাজার রাজবাড়ির ঠাকুরদালানে বসতে চলেছে পুজোর আড্ডা।

Durga Puja 2023 : নীলকর সাহেবের সম্পত্তিতেই গড়ে ওঠে জমিদারি, বাঁকুড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের দেবী ব্যাঘ্রবাহিনী
তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বনেদি বাড়ির সদস্যদের নিয়ে চলবে গপ্পো-আড্ডা। সাবর্ণ রায়চৌধুরী বাড়ি, জানবাজারের রানি রাসমণির বাড়ি, জোড়াসাঁকো দাঁ-বাড়ি, বউবাজার ঝুলন বাড়ি, পটলডাঙার বসুমল্লিকদের বাড়ির মতো পুজোর সেকাল-একাল উঠে আসবে গল্পে-কথায়। থাকবে পুরোনো দিনের বনেদিয়ানার কাহিনি, অন্দরমহলের নানা আখ্যান থেকে সেই ঐতিহ্য টিকিয়ে রাখার বর্তমান প্রজন্মের প্রচেষ্টার কথা।

Durga Puja : নবমীতে দেশবাসীর জন্য বিশেষ মঙ্গলকামনা, শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির ৪০০ পুজোর ইতিহাস জানেন?
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা, শোভাবাজার রাজবাড়ির বধূ সুস্মিতা দেব বলেন, ‘মূলত পুজোবাড়ির সাজপোশাকেই আসবেন অংশগ্রহণকারীরা। থাকবে মহিলাদের পুজোর সাজের সেকাল-একালের গল্প। বাড়ির সদস্যরাই বনেদি বাড়ির পুজোর অন্দরমহলের গল্প শোনাবেন।’ পরিবারের আর এক সদস্য তীর্থঙ্কর দেবের বক্তব্য, ‘বাঙালির পুজো মানে পেটপুজোও। তাই পুজোবাড়ির খাওয়াদাওয়ার বিবর্তন, ভোগ— সবই উঠে আসবে পুজোকেন্দ্রিক আড্ডায়।’

Bengali Durga Puja 2023 : পরাধীনতা থেকে স্বাধীনতা, ৩০০ বছর বুকে নিয়ে বালিসাই ভুঁইঞাগড়ের জমিদার বাড়ির দুর্গাপুজো
জোড়াসাঁকো দাঁ-পরিবারের বধূ সুলগ্না দাঁ আড্ডায় যোগ দিয়ে তাঁদের পরিবারের নানা গল্প ভাগ করে নিতে বেজায় উৎসাহী। আবার ভোলানাথ ধাম দত্ত পরিবারের বর্ষীয়ান সদস্য অজয় দত্ত বলেন, ‘স্বাধীনতার আগে বনেদি বাড়ির পুজোগুলো ছিল খুবই জাঁকজমকপূর্ণ। এখন সব দিক থেকেই তা ভিন্ন। তবু বর্তমান প্রজন্ম যে এখনও বাঙালির এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে, তাতেই আমি গর্বিত। বাঙালির বনেদিয়ানার অনেকটা জুড়ে রয়েছে দুর্গাপুজো ও তার ভিন্ন রীতিনীতি। এ রাজ্যের বিভিন্ন জমিদার বাড়ির দুর্গাপুজোও তার প্রাচীন জৌলুস ধরে রেখেছে এখনও।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *