শূন্যপদের রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট পাঠানোর জন্য জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা কমিশনারের পক্ষ থেকে, জানা গিয়েছে এমনটাই।
কারা এই স্পেশাল এডুকেটর?
এই পদে আসীন ব্যক্তিরা বিশেষ চাহিদাসম্পন্নদের পড়ান। সেক্ষেত্রে জেলার বিভিন্ন স্কুলগুলিতে কতজন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছেন, তার নির্দিষ্ট তালিকা প্রস্তুত করা হচ্ছে।
এই পদে নিয়োগ করার জন্য নয়া বিধিও তৈরি হতে পারে। স্বাভাবিকভাবেই এই পদে নিয়োগ হলে নতুন কর্মসংস্থান হবে। কোন জেলায় কত নিয়োগ হতে পারে?
সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল স্পেশাল এডুকেটর নিয়োগ করার। এই প্রসঙ্গে প্রতিটি রাজ্যকে বিধি তৈরির নির্দেশও দেওয়া হয়েছিল। প্রতিটি স্কুলে আগামী পাঁচ বছরের মধ্যে যাতে কমপক্ষে একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করা সম্ভব হয়, সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোনো হচ্ছে। সেক্ষেত্রে বহু চাকরিপ্রার্থীর জন্য তা খুশির খবর হতে চলেছে।
শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্যও স্পেশাল এডুকেটর পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই পদে একাধিক শূন্য আসন তৈরি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনাতে স্পেশাল এডুকেটর হিসেবে ৩৭১টি ফাঁকা পদ রয়েছে।
বহু প্রার্থী রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন প্রাপ্ত কোর্স সম্পন্ন করেছেন। সেক্ষেত্রে রাজ্যে যদি স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করা হয় তা তাঁদের জন্য বড় সুখবর হতে চলেছে।
উল্লেখ্য, একুশে ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রসঙ্গে গুরুত্ব আরোপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক শূন্যপদে নিয়োগের আশ্বাস শোনা গিয়েছিল। শুধু তাই নয়, নিয়োগ প্রসঙ্গে যাতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হয় সেই প্রসঙ্গেও নির্দেশ দিয়েছিলেন তিনি।
পাশাপাশি রাজ্যে শিল্পক্ষেত্রে যাতে বিনিয়োগ আসে সেই কারণে সম্প্রতি স্পেনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের লুলু গ্রুপের পক্ষ থেকে বাংলায় বিনিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রেও যে বড় কর্মসংস্থান হতে পারে, এমনটাই আশা প্রকাশ করেছেন রাজ্য শাসক দলের নেতারা।
প্রতি মুহূর্তে টাটকা খবর-ভিডিয়ো পেতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক:https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A

 
                     
                     Food SI Recruitment 2023: ৪৮০ ফুড SI পদের জন্য আবেদনকারীর সংখ্যা ১৩ লাখে! স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে পদক্ষেপ PSC-র
Food SI Recruitment 2023: ৪৮০ ফুড SI পদের জন্য আবেদনকারীর সংখ্যা ১৩ লাখে! স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে পদক্ষেপ PSC-র Lulu Group: বাংলায় বড় বিনিয়োগের লক্ষ্য, রাজ্যে আসছেন লুলু গ্রুপের কর্তারা
Lulu Group: বাংলায় বড় বিনিয়োগের লক্ষ্য, রাজ্যে আসছেন লুলু গ্রুপের কর্তারা WB School : গররাজি পর্ষদ, স্কুলে নিয়োগে ফের হয়তো ম্যানেজিং কমিটি-ই
WB School : গররাজি পর্ষদ, স্কুলে নিয়োগে ফের হয়তো ম্যানেজিং কমিটি-ই Lulu Mall: নিউটাউনে বিশ্বমানের মল খুলবে লুলু গ্রুপ! দুবাই থেকে সুখবর শোনালেন মমতা
Lulu Mall: নিউটাউনে বিশ্বমানের মল খুলবে লুলু গ্রুপ! দুবাই থেকে সুখবর শোনালেন মমতা