Digha Hotel : কাকপক্ষীও নেই হোটেলে! ঘূর্ণাবর্তের চোখ রাঙানিতে মাথায় হাত দিঘার ব্যবসায়ীদের – digha hotel businessman are facing trouble due to weather condition


শনি-রবি মানেই দিঘা পর্যটকদের স্বর্গরাজ্য। একঘেয়েমি জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই দৌড় লাগান এই অন্যতম প্রিয় ডেস্টিনেশনে। কিন্তু, ঘন ঘন আবহাওয়ার মুড সুইংই কাল হচ্ছে সাধারণ মানুষের জন্য। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এরফলে দিনভর বৃষ্টিপাতের আশঙ্কা।

আর এই দুর্যোগের আবহাওয়ায় দিঘা ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন অনেকেই। পুজোর আগে এই ধরনের আবহাওয়ার ফলে ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। পর্যটকদের উপস্থিতি কম থাকার কারণে সেভাবে ব্যবসা হচ্ছে না তাঁদের। কবে হাওয়া বদল ঘটবে? সেই দিকে তাকিয়ে তাঁরা।

Weather Forecast : সাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, উইকএন্ডে কলকাতা সহ ৩ জেলা ভাসবে বৃষ্টিতে
পূর্বাভাস আগে থেকেই ছিল। শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। জোড়া ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হবে তার জোড়া ফলায় ভিজবে রাজ্য। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত। আগামী মঙ্গলবার পর্যন্ত উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

শনি এবং রবিবার দিঘাতে পর্যটকদের ভিড় অপেক্ষাকৃত বেশি থাকে। কিন্তু, বৃষ্টিপাতের জেরে সমুদ্রে নামতে পারছেন না পর্যটকরা। তাই দিঘাতে ভিড়ও উইকএন্ডে বেশ পাতলা। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ীরা। দোরগোড়ায় পুজো। তার আগে ব্যবসা খারাপ হলে বিপাকে পড়তে হবে হোটেল ব্যবসায়ীদের।

West Bengal Rain : নিম্নচাপের ফলায় কলকাতা সহ ১০ জেলায় দিনভর ভারী বৃষ্টি, কবে উন্নতি আবহাওয়ার?
উল্লেখ্য, কোভিডের সময় ব্যাপক ধাক্কা খেয়েছিল পর্যটন ক্ষেত্রগুলি। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। দিঘা এবং মন্দারমনিতেও পর্যটকদের ভিড় বাড়ছিল দিন প্রতিদিন। কিন্তু, গত কয়েক সপ্তাহধরেই আবহাওয়ার মুখ ভার। যখন তখন ঝরে পড়ছে বৃষ্টি। আর আবহাওয়ার মুড সুইংয়ের খেসারত দিতে হচ্ছে দিঘার ব্যবসায়ীদের।

পুজোর আগে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
তাৎপর্যপূর্ণভাবে, আম্ফানে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দিঘা। এরপর নতুন করে সমুদ্র সৈকতকে সাজানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। দিঘাতেই পুরীর আদলে তৈরি হচ্ছে একটি জগন্নাথ মন্দিরও। আগামী বছরের শুরুতেই তা খুলে দেওয়া হতে পারে দর্শনার্থীদের জন্য, সূত্রের খবর এমনটাই।

অমাবস্যা-নিম্নচাপের জোড়া ফলায় উত্তাল দিঘার সমুদ্র

উল্লেখ্য, উপকূল অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। আবহাওয়া দফতরের কথায়, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে একই পরিস্থিতি বজায় থাকবে।

এবার হোয়াটসঅ্যাপেই সব খবর। ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক:https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *