Kolkata Traffic Update Now : একা বৃষ্টিতে রক্ষে নেই, সঙ্গে দোসর মিছিল! উইকএন্ডেও কলকাতায় ট্রাফিক জ্যাম? – kolkata saturday 30 september 2023 traffic update in rainy weather


আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ফিরে এসেছে বৃষ্টি। গতকাল থেকেই কলকাতা ও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে, আজও যা অব্যাহত। শনিবার সকাল থেকেই শহর কলকাতায় আকাশের মুখ ভার। সঙ্গে চলছে বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। আর বৃষ্টি মানেই শহর কলকাতার রাস্তাঘাটে যানজটের আশঙ্কা।

যেহেতু রাজ্যের প্রধান শহর কলকাতা, তাই এখানে যানজট মানেই একটা বিপুল সংখ্যক মানুষের হয়রানি। সারাবছরই বিভিন্ন প্রয়োজনে কলকাতা শহরে মানুষের আনাগোনা লেগেই থাকে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, ভিন রাজ্য, এমনকী প্রতিবেশী রাষ্ট্র থেকেও বহু মানুষ নিত্য যাতায়াত করেন কলকাতায়। এছাড়াও কলকাতার স্থায়ী বাসিন্দাদের ভিড় তো আছেই। ফলে শহর কলকাতায় মানুষের ঢল এক নিত্যনৈমিত্তিক চিত্র। এছাড়া কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে একটা বিপুল সংখ্যক মানুষ প্রতিদিনই পেশাগত প্রয়োজনে কলকাতায় যাতায়াত করেন। নিত্যযাত্রীদের ভিড়ে পরিমপূর্ণ থাকে লোকাল ট্রেনগুলি কামরাগুলি। যদিও সপ্তাহান্ত, অর্থাৎ শনিবার হওয়ার লোকাল ট্রেনের ভিড়ও অনেকটাই কম।

Traffic Update Kolkata : বৃষ্টির মাঝেই হাওড়া-শিয়ালদায় মিছিল, সপ্তাহের প্রথম কাজের দিনেই কলকাতায় যানজট?
শনিবারের শহরের ট্রাফিক আপডেট…
লোকাল ট্রেনের পাশাপাশি কলকাতার রাস্তাতেও আজ ভিড় সপ্তাহের প্রধান কাজের দিনগুলির চেয়ে অনেকটাই কম। এই প্রসঙ্গে, লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, আজ এখনও পর্যন্ত শহর কলকাতার যানচলাচল স্বাভাবিকই রয়েছে। কোথাও কোনও দুর্ঘটনার খবরও নেই। আর আজকের মিটিং বা জমায়েত বলতে, দুপুর ১টা নাগাদ একটি মিছিল রয়েছে যা ধর্মতলা থেকে মৌলালি যুবকেন্দ্র পর্যন্ত যাবে। মিছিলে ১০০ থেকে ১৫০ মানুষ পা মেলাকে পারেন। যদিও কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

Kolkata Traffic Update Now : আজ ভরদুপুরে কলকাতায় জোড়া মিছিল, কোন কোন রাস্তায় যানজটের আশঙ্কা?
প্রসঙ্গত, শহর কলকাতা মানেই মিটিং মিছিল। আর দিনের গুরুত্বপূর্ণ সময়ে ব্যস্ত রাস্তাগুলিতে মিটিং মিছিলের কারণে সমস্যায় পড়তে হয়ে সাধারণ মানুষকে। একদিকে যেমন যানজটে আটকে হয়রানির শিকার হতে হয়, তেমনই গন্তব্যে পৌঁছতেও হয়ে যায় দেরি। যদিও কলকাতা ট্রাফিক পুলিশ অবশ্য সর্বদাই যানজট নিয়ন্ত্রণ করে মানুষের যাতায়াতকে মসৃণ রাখার চেষ্টা করে। একইসঙ্গে সবসময়ই ট্রাফিক পুলিশের তরফে দেওয়া হয় রাস্তাঘাটে আইন মেনে চলার নির্দেশ। বিশেষত বাইক বা স্কুটার চালকদের হেলমেট ব্যবহারের ওপরে বেশি করে গুরুত্ব দেওয়া হয়। এছাড়ও সবসময়ই যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শও দেয় কলকাতা ট্রাফিক বিভাগ।

দিনভর কোথায় কী? সমস্ত খবরের লেটেস্ট আপডেট পেতে আজই ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *