পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। সায়েন্স সিটির সামনে মা ফ্লাইওভারের উপর ঘচে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের উপর থাকা ডিভাইডার ও ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে উলটে যায় একটি গাড়ি। ওই গাড়িটি পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে আসছিল বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। গ্যাস কাটা দিয়ে কেটে গাড়ি ভিতরে থাকা সকলকে বের করে আনা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের আসনে থাকা সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া নীহার আগরওয়ালের (১৯)। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত তরুণ টালিগঞ্জ সার্কুলার রোড এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গাড়িতে থাকা বাকি সওয়ারিরাও গুরুতর জখম হয়েছেন। তাঁদের রাতেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেপরোয়া গতি না চালক মদ্যপ অবস্থায় ছিলেন? এই দুর্ঘটনার পিছনে থাকা কারণ খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার কারণে রাতে দু’ঘণ্টা মা ফ্লাইওভারে বন্ধ ছিল যানচলাচল।
কেমন ভাবে ঘটল দুর্ঘটনা?
প্রাথমিকভাবে কলকাতা ট্রাফিক পুলিসের অনুমান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে আসছিল। প্রগতি ময়দান থানার সামনে মা ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনা ঘটে। গাড়ির গতি এতটাই তীব্র ছিল যে ডিভাইডার ভেঙে তা অন্যদিকের লেনে চলে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িতে মোট পাঁচজন সওয়ারি ছিলেন। তাঁদের মধ্যে চারজন তরুণ ও একজন তরুণী। তাঁরাও গুরুতর জখম হয়েছেন। তাঁদের প্রত্যেকেই কলেজ পড়ুয়া বলে জানা গিয়েছে। তাঁরা রাতের খাবার খেতে যাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ঠিক কী কারণে এই এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
জয়েন করুন এই সময় ডিজিটালের চ্যানেল। রইল লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A