Maa Flyover : মা ফ্লাইওভারে গতির বলি সেন্ট জেভিয়ার্সের ছাত্র, জখম ৪! রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা – maa flyover accident st xaviers college student lost his life sevral injured


ফের রাতের শহরে দুর্ঘটনা। মা ফ্লাইওভারে দুর্ঘটনায় মৃত কলেজ পড়ুয়া। দুর্ঘটনায় এক তরুণী সহ আরও চারজন গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দক্ষিণ কলকাতা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ফের একবার রাতের মা ফ্লাইওভারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Bardhaman News : ফের দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যু! স্কুল যেতে গিয়ে প্রাণ হারাল ভাই, আহত বোন
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। সায়েন্স সিটির সামনে মা ফ্লাইওভারের উপর ঘচে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের উপর থাকা ডিভাইডার ও ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে উলটে যায় একটি গাড়ি। ওই গাড়িটি পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে আসছিল বলে জানা গিয়েছে।

Indigo Flight : মাঝ আকাশে উড়ছে ড্রোন, মুখোমুখি ২ ইন্ডিগো বিমান! বরাতজোরে রক্ষা যাত্রীদের
দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। গ্যাস কাটা দিয়ে কেটে গাড়ি ভিতরে থাকা সকলকে বের করে আনা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের আসনে থাকা সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া নীহার আগরওয়ালের (১৯)। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত তরুণ টালিগঞ্জ সার্কুলার রোড এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গাড়িতে থাকা বাকি সওয়ারিরাও গুরুতর জখম হয়েছেন। তাঁদের রাতেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেপরোয়া গতি না চালক মদ্যপ অবস্থায় ছিলেন? এই দুর্ঘটনার পিছনে থাকা কারণ খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার কারণে রাতে দু’ঘণ্টা মা ফ্লাইওভারে বন্ধ ছিল যানচলাচল।

কেমন ভাবে ঘটল দুর্ঘটনা?

প্রাথমিকভাবে কলকাতা ট্রাফিক পুলিসের অনুমান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে আসছিল। প্রগতি ময়দান থানার সামনে মা ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনা ঘটে। গাড়ির গতি এতটাই তীব্র ছিল যে ডিভাইডার ভেঙে তা অন্যদিকের লেনে চলে আসে।

Nursing Student : ভিডিয়ো কল কাটেন প্রেমিক! ছাদে মিলল নার্সিং পড়ুয়ার দেহ
পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িতে মোট পাঁচজন সওয়ারি ছিলেন। তাঁদের মধ্যে চারজন তরুণ ও একজন তরুণী। তাঁরাও গুরুতর জখম হয়েছেন। তাঁদের প্রত্যেকেই কলেজ পড়ুয়া বলে জানা গিয়েছে। তাঁরা রাতের খাবার খেতে যাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ঠিক কী কারণে এই এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

জয়েন করুন এই সময় ডিজিটালের চ্যানেল। রইল লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *