Sundarbans Jungle : দু’মিনিটের ভয়ঙ্কর ‘খেলা’, তোলপাড় গ্রাম! লন্ডভন্ড সুন্দরবন – tornado rampage several areas of sundarbans near bashirhat minakhan area


দু’মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড অবস্থা হলো সুন্দরবনের। বাজার ও গ্রামে এর প্রভাব পড়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট সংলগ্ন সুন্দরবনের একটি গ্রাম টর্নেডোর দাপটে প্রায় তছনছ হয়ে গিয়েছে। বসিরহাটের সুন্দরবনের মিনাখা ব্লকের গ্রাম পঞ্চায়েতের আমতলা বাজারে শনিবার সকালে আচমকাই হানা দেয় টর্নেডো। দু’মিনিট ধরে চলে তাণ্ডব। আর তাতেই ভয়ঙ্কর অবস্থা ক্রোমোজল গ্রাম পঞ্চায়েতের।

ক্রোমোজল গ্রাম পঞ্চায়েতের মালয়ারি ও আমতলার মতো এলাকার বেশ কিছু গ্রাম ও বাজার টর্নেডোর দাপটে লণ্ডভণ্ড অবস্থায় পরিণত হয়েছে। এই ঘটনা আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। কিছু বুঝে ওঠার আগেই টর্নেডোর দাপটে সব কিছু তোলপাড় হয়ে যায়। সকাল থেকে চলছিল বৃষ্টি তার মধ্যে হঠাৎ করে টর্নেডো চালু হতে হকচকিয়ে যান গ্রামবাসীরাও।

Mobile Blast : মোবাইলে চার্জ দিতে গিয়ে বিপত্তি! নাসিকে বিস্ফোরণে লন্ডভন্ড বেশ কয়েকটি বাড়ি
কোনওরকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ এই ঝড়ে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছে এই দু’মিনিটের টর্নেডোর দাপটে বেশ কয়েকটি গাছ ভেঙে রাস্তায় পড়েছে। বিদ্যুতের তারও ছিঁড়ে গিয়েছে ঝড়ের দাপটে। টর্নেডোর দাপটে বেশ কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই কারণে ভোগান্তির মুখে পড়তে হয় গ্রামবাসীদের। একইসঙ্গে রাস্তায় গাছ পড়ে যাওয়ার কারণে যানচলাচলেও সমস্যা তৈরি হয়। বেশি কিছু রুটের টোটো ও অটো বন্ধ হয়ে গিয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Murshidabad News : সারাইয়ের সময়ে ভাঙল বাঁধ, সেচকর্তাকে হুমকি বিধায়কের
স্থানীয় বাসিন্দা বরুণ মণ্ডল বলেন, ‘রাত থেকে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে সকাল বেলা জোর ঝড় ওঠে। কয়েক মিনিটের মধ্যেই সব তোলপাড় হয়ে যায়। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। ঝড়ের কারণে গ্রামের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুতের তারও ছিঁড়ে গিয়েছে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।’

Hooghly News: টোটোর সঙ্গে স্কুটি ধাক্কায় আঙুল বাদ গৃহবধূর, নেপথ্যে রাস্তার গর্ত?
অন্যদিকে এদিন হুগলিতে একই ঘটনা ঘটেছে। কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে চুঁচুড়ার বেনাভারুই গ্রাম। পাঁচিল ভেঙে পড়েছে সেখানে। এমনকী বেশ কয়েকটি বাড়ির চালও উড়ে গিয়েছে। চুঁচুড়ার বেনাভারুই গ্রামের বেশ কয়েকটি চাষের জমি এই কয়েক সেকেন্ডের ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

সম্প্রতি হাবড়াতে হানা দিয়েছিল এই ধরনের টর্নেডো। কয়েক সেকেন্ডের ঝড়ে হাবড়া থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকা রীতিমতো তছনছ হয়ে যায়। বাড়ির চাল উড়ে যাওয়া বা পাঁচিল ভেঙে পড়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। তবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফলো করুন এই সময় ডিজিটালের চ্যানেল : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *