West Bengal Rain : নিম্নচাপের ফলায় কলকাতা সহ ১০ জেলায় দিনভর ভারী বৃষ্টি, কবে উন্নতি আবহাওয়ার? – kolkata and south bengal many districts may witness heavy rainfall till tuesday imd gives update on weather change


সকাল থেকেই অঝোরে বৃষ্টি। পুজোর মুখে ফের একবার মুখভার আকাশের। নিম্নচাপের দরুন এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। কবে বদল হবে আবহাওয়া? ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

  • কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

মায়ানমার উপকূলে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে নিম্নচাপের রূপ নিয়েছে। এর অভিমুখ উত্তর ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূল। ফলে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

Weather Forecast : সাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, উইকএন্ডে কলকাতা সহ ৩ জেলা ভাসবে বৃষ্টিতে
এছাড়াও পূর্ব মধ্য আরব সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা গোয়া এবং কঙ্কন উপকূলে অবস্থান করছে। তা শক্তি বাড়িয়ে আরও স্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

বিদায়ের আগে শেষ ঝাপটা মারতে রেডি বর্ষা? কী বলছে হাওয়া অফিস?

শহরেও দিনভর বৃষ্টিপাত হবে শনি-রবি। বুধবারের পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে পরিস্থিতি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ বৃষ্টিপাত একধাক্কায় অনেকটাই কমবে।

পুজোর আগে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ।

  • কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?শনিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কমবেশি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে কমবে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি।

কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টিপাত।

West Bengal Rain : বঙ্গোপসাগরে চোখ পাকাচ্ছে ঘূর্ণাবর্ত, ২ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার সকালের দিক পর্যন্ত কিছুটা একই থাকবে পরিস্থিতি। এরপর ধীরে ধীরে রাজ্যে আবহাওয়ার উন্নতি হতে চলেছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। সোম ও মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই।

স্বাভাবিকভাবেই পুজোর মুখে উইকেন্ডে কেনাকাটা করার জন্য মুখিয়ে রয়েছে বহু মানুষ। কিন্তু, বৃষ্টির জন্য বিপাকে পড়তে হয়েছে তাঁদেরও।

Kolkata Weather Update : হঠাৎ ‘মেজাজ গরম’ আবহাওয়ার, শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি

  • কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

রবিবার থেকে হালকা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে ফের একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সোম এবং মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

দিনের যাবতীয় ব্রেকিং খবর পেতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক:
https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *