দেওয়াল ধসে মৃত্যু বৃদ্ধার, গ্রামবাসীদের প্রবল ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক…।an old woman died of sliding of the wall in bankura villagers enraged with the incident


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। গত দুদিন ধরে একটানা বৃষ্টির ফলে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল পূরবী হাঁসদা নামে এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার হাঁসপাহাড়ি গ্রামে। 

আরও পড়ুন: Malbazar: শুঁড়ে করে তুলে আছাড় মারল বুনো হাতি, আহত হামাগুড়ি দিয়ে ঢুকল গোয়ালঘরে! তারপর…

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। ঘরে একা শুয়েছিলেন তিনি। আজ, রবিবার সকালে আশপাশের লোকজন দেখেন, ধসে পড়া এক দেওয়ালের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে আছেন ওই বৃদ্ধা। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শনে এসে গ্রামবাসীদের ব্যাপক ক্ষোভের মুখে পড়েন সত্যনারায়ণ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: Siliguri: আতঙ্ক! দার্জিলিংয়ে লাইনচ্যুত টয় ট্রেন…

রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বাঁকুড়ার ছাতনা ব্লকের হাঁসপাহাড়ি গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত ওই বৃদ্ধা পূরবী হাঁসদার বাড়িতে যান ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি মৃতার পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। এই সময়ে স্থানীয় গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে। কেন আবাস যোজনার টাকা কেন্দ্র দিচ্ছে না– এই প্রশ্ন করে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে প্রবল অস্বস্তিতে পড়েন বিধায়ক। তিনি অবশ্য গোটা ঘটনার দায় চাপান ছাতনা ব্লকের বিডিও’র কাঁধে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *