Bagbazar Sarbojanin Durga Puja 2023 : ঐতিহ্যমণ্ডিত বাগবাজার সর্বজনীনের এবারের নিবেদন যোধপুরের মিউজিয়াম, দশমীর সিঁদুর খেলা কখন? – kolkata bagbazar sarbojanin durga puja 2023 theme and sindur khela timing


অক্টোবর মাস পড়ে গেল। পুজোর ফাইনাল কাউন্টডাউন শুরু। পুজোর আনন্দে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে শহর কলকাতা। আর শহর কলকাতার দুর্গাপুজো মানেই, কোথাও থিমের অভিনবত্ব, তো কোথাও আবার সাবেকিয়ানাই মূলধন। আর তেমনই এক সাবেকিয়ানায় নির্ভর পুজো আয়োজক হল উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি। শতাব্দী প্রাচীন এই পুজো, কলকাতার দুর্গোৎসবের সঙ্গে যেন শিরায় শিরায় মিশে রয়েছে।

সাবেকিয়ানায় ভর করেই এতবছর ধরে চলে আসছে বাজবাজারের পুজো। আর যে কারণে উত্তর কলকাতার ঠাকুর দেখার প্ল্যানে বাগবাজার থাকবে না, তা কার্যত হতেই পারে না। এমনকী বিভিন্ন জেলা থেকেও মানুষ বছরের পর বছর ধরে এই পুজো দেখতে আসেন। পুজোয় মায়ের প্রতিমা, সাজ, আয়োজন থেকে শুরু করে সমস্ত কিছুতেই রয়েছে, ঐতিহ্যের ছোঁয়া। বাগবাজার ও সংলগ্ন এলাকার মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজোর সঙ্গে যুক্ত থাকেন। পুজো আসলে সবার যেন একটাই ঠিকানা, ঠাকুর মণ্ডপ।

Bengali Durga Puja 2023 : পরাধীনতা থেকে স্বাধীনতা, ৩০০ বছর বুকে নিয়ে বালিসাই ভুঁইঞাগড়ের জমিদার বাড়ির দুর্গাপুজো
সিঁদুর খেলার সময়সূচি
এই বছরও সেই একই প্রথা ও ঐতিহ্য মেনেই আয়োজিত হচ্ছে বাগবাজার সর্বজনীনের পুজো। তবে মণ্ডপে অবশ্য অবিনবত্ব থাকছে। এই বিষয়ে পুজো কমিটির সাধারণ সম্পাদক গৌতম নিয়োগী জানান, এই বছর জয়পুরের একটি মিউজিয়ামের আদলে তৈরি হচ্ছে বাগবাজারের মণ্ডপ। কিন্তু পুজোর প্রথা ও রীতিতে কোনওরকম পরিবর্তন থাকছে না। শুধু পুজোই নয়, বাগবাজারের সিঁদুর খেলাও অত্যন্ত জনপ্রিয়। দশমীর দিন কেমলমাত্র এলাকার মহিলারাই নন, অন্যান্য জায়গা থেকেও বহু মহিলা অংশ নেন বাগবাজারে সিঁদুর খেলায়। কমিটির সাধারণ সম্পাদক জানান, এই বছর সকাল ১০টায় শুরু হবে সিঁদুর খেলা।

Jhargram Rajbari Booking : পুজোর ছুটিতে ঘুরে আসুন ঝাড়গ্রাম রাজবাড়ি, মিলবে ‘রাজকীয় থালি’! কী ভাবে বুকিং?
থাকছে বিভিন্ন সামাজিক কাজ
পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থাকে বাগবাজার সর্বজনীন। এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আগমনী গান দিয়ে হবে পুজোর উদ্বোধন। ষষ্ঠীর দিন থাকছে বস্ত্র বিতরণ। একাদশীর দিন সংবর্ধনা দেওয়া হবে কৃতি ছাত্রছাত্রীদের।

Top 10 Durga Puja Pandal In West Bengal : কলকাতাকে টক্কর দেবে জেলার সেরা ১০ পুজো, না দেখলে বড় মিস
এদিকে রাজ্য পরিবহণ দফতর যে পুজো পরিক্রমার আয়োজন করেছে, সেখানে যে সমস্ত মণ্ডপ এবং প্রতিমা দেখান হবে তার মধ্যে রয়েছে বাজবাজার সর্বজনীনের পুজোও। সপ্তমী ও নবমীর দিন বিশেষ ওই পরিক্রমার আয়োজন করা হয়েছে। তার জন্য বুকিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

৬০০ বছরের প্রচীন পুজোয় চতুর্ভূজা রূপে পূজিতা দুর্গা

দিনভর ঘটে চলা অন্যান্য সমস্ত খবরের জন্য ফলো করুন এই সময়-এর ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *