শ্রীনগরে শ্যুটিং সেরে ফিরলেন কার্তিক আরিয়ান। নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে ব্যস্ত তারকা কার্তিক। কার্তিকের পরবর্তী ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’। এই ছবির শ্যুটিং করতেই কাশ্মীর গিয়েছিলেন কার্তিক। শ্যুটিংয়ের একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল (Kartik Aaryan News)। ভিডিয়োয় খালি গায়ে বরফ জলে স্নান করতে দেখা গিয়েছে কার্তিককে। কনকনে ঠান্ডায় শ্যুটিং কঠিন পরীক্ষার থেকে কোনও অংশ কম না। শ্যুটিং সেরে হাসি মুখে ফিরলেন কার্তিক। বিনোদন সংক্রান্ত ভিডিয়ো দেখতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.